গত জুলাই মাস থেকেই দিল্লি ও নয়ডায় পরিচালক লাভ রঞ্জনের নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন রণবীর কাপুর। ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এবার দিল্লির যমুনা ঘাটের নিকটবর্তী অঞ্চলে এই ছবির শ্যুটিংয়ে দেখা গেল বলি-তারকাকে। এইমুহূর্তে দিল্লিতে রণবীরকে নিয়ে জোরকদমে তাঁর নতুন ছবির কাজ শুরু করেছেন লাভ রঞ্জন।শ্যুটিং স্পট থেকে ভাইরাল হওয়া ওই ছবি দেখে বোঝা যাচ্ছে শ্মশানে
কোনও মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার সিকোয়েন্স শ্যুট করছেন 'রকস্টার'।এবং কীভাবে এই দৃশ্যটি তিনি পর্দায় পেশ করবেন সম্ভবত সেই বিষয়েই রণবীরকে নির্দেশ দিচ্ছেন পরিচালক লাভ রঞ্জন স্বয়ং। লেখাই বাহুল্য, রণবীর সহ সেটে হাজির সমস্ত জুনিয়র আর্টিস্টদেরও সাদা পোশাকে দেখা গেছে ওই ছবিতে।

উল্লেখ্য, শুধু রণবীর-শ্রদ্ধাই নয়, ছবিতে রয়েছেন বনি কাপুর এবং ডিম্পল কপাডিয়াও। বনির স্ত্রীয়ের চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন ডিম্পল। বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে যে তাঁর বহু বছরের সু সম্পর্ক সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বনি। এই ছবির প্রথম দফার শ্যুটিংয়ে রণবীর-শ্ৰদ্ধার সঙ্গে তিনি ও গোটা শুটিং ইউনিট দিল্লিতে ছিলেন। জানিয়ে রাখা ভালো, এই প্রথমবার বড়পর্দায় অভিনেতা হিসেবে হাজির হতে চলেছেন বনি। লাভ রঞ্জনের পরবর্তী ছবিতে রণবীর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।
প্রসঙ্গত,পরিচালক লাভ রঞ্জনের নতুন রোম্যান্টিক-কমেডির সুবাদেই ইউরোপের বেশ কিছু জায়গায় এবং অবশ্যই স্পেনে ছবির বেশ কিছু গানের সিকোয়েন্স শুট করা হবে। ছবি ঘনিষ্ঠ এক সূত্রের তরফে পাওয়া খবরে জানা গেছে এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিংই নাকি সারা হবে দিল্লি ও নয়ডার সব রিয়েল লোকেশনে।