হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়ক রাম কাপুর। দুম করে গায়েব হয়ে গিয়েছিলেন অভিনেতা, ছোটপর্দা তো দূর অস্ত, সোশ্যাল মিডিয়াতেও দেখা মেলেনি তাঁর। অজ্ঞাতবাস থেকে ফিরে চমকে দিয়েছেন ৫১ বছর বয়সী অভিনেতা। আরও পড়ুন-‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’র সেই গোলুমোলু রাম কাপুর আর নেই! ৪৭কেজি ওজন কমিয়েছেন, কী ছিল তাঁর ডায়েট
গত দেড় বছরে ৫৫ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। সেই ট্রান্সফরমেশন থেকে হতবাক অনেকেই। রাম কাপুরের ভোলবদল দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, তবে কি রোগা হতে শরীরে ছুরি চালিয়েছেন ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ অভিনেতা? ইটাইমসের সাথে একটি নতুন সাক্ষাত্কারে, অভিনেতা অস্ত্রোপচার করিয়ে কিংবা ওজন কমানোর ওষুধ ব্যবহারের গুজব ওড়িয়েছেন। স্বাস্থ্যকর খাওয়া, ব্যায়াম এবং সুষম জীবনযাত্রা- এর জেরেই নাকি কমেছে রাম কাপুরের ওজন।
৫১ বছর বয়সী রাম কাপুর বলেন, ‘বিশ্বাস করুন আর নাই করুন, আমি পুরনো পদ্ধতিতেই কাজটি (ওজন ঝরানো) করেছি। আমার মানসিকতা, জীবনধারা এবং অভ্যাস পরিবর্তন করে, কোনও অস্ত্রোপচার বা বাহ্যিক সাহায্য ছাড়াই। তবে বলব, যদি কাউকে সহায়তা করে তবে চিকিত্সা বিজ্ঞানের সাহায্য নেওয়ার মধ্যেও কোনও ভুল নেই। আমার জন্য, এটি একটি সম্পূর্ণ মানসিক এবং শারীরিক পুনর্বিন্যাস সম্পর্কে ছিল ... ফিটনেস স্কেলের সংখ্যা সম্পর্কে নয়’। অর্থাৎ ওজন ঝরানোর জন্য সার্জারির বিপক্ষে নন রাম, তবে তিনি এর সাহায্য নেননি,স্পষ্ট করেন।