ভারতে কত ক্রিকেটপাগল থাকেন, সেটা ভারতীয় না হলে জানা যায় না। তবে অনেক ভারতীয় পর্যন্ত অনুমান করতে পারবেন না এই দেশের ক্রিকেটকে নিয়ে ঠিক কতটা পাগলামি রয়েছে ভক্তদের মধ্যে। এমনিতে সাদা চোখে দেখলে মনে হতেই পারে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা রোহিত শর্মাদের জন্যই ভারতীয় ক্রিকেটে এত ক্রেজ রয়েছে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা একটু হলেও আলাদা।
বিরাট কোহলি আরসিবিতে খেলছেন ১৮ বছর ধরে। আইপিএল যখন শুরু হয়েছিল তখন অনেক বিশেষজ্ঞদেরই বলতে শোনা গেছিল, এই ক্রিকেট হচ্ছে মনোরঞ্জনের জন্য। অর্থাৎ জৌলুশ, আনন্দ, উপভোগ করার জন্য। এর সঙ্গে কুলিন ক্রিকেটের তেমন কোনও সম্পর্ক নেই, তাই আইপিএলের দলের প্রতি খুব বেশি ভালোবাসা বা আবেগ না আসাই স্বাভাবিক।
কিন্তু বাস্তব কিন্তু বলছে অন্য কথা। গত কয়েক বছরে বারবার দেখা গেছে, আইপিএলে জেতার জন্য ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করেছেন ক্রিকেটাররা। গৌতম গম্ভীররা যেমন গেছেন কালিঘাট মন্দিরে, তেমনই নিজের সঙ্গে করেই শ্রী বেঙ্কটেশ্বর বালাজির ছবি রেখে দেন লখনউ সুপার জায়ান্টের কর্তা সঞ্জীব গোয়েঙ্কা, এরই মধ্যে আইপিএলের একটি দলকে ঘিরে মানুষের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে তার টের পাওয়া গেল।
RCB-কে নিয়ে পাগল ভক্তরা
এমনিতে ভারতীয় ক্রিকেট ফ্যানদের সকলেই জানেন, মহেন্দ্র সিং ধোনি খেলেন বলে চেন্নাই সুপার কিংসের ফ্য়ান ফলোয়িং হয়ত সব থেকে স্বক্রিয় এবং গোটা ভারতের সব মাঠেই হলুদ সৈনিকদের দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত করিশমায় বিরাট কোহলি, রোহিত শর্মারাও নিজেদের এবং বিপক্ষে মাঠে সমর্থকদের টানেন। ধোনি-রোহিতদের নামের পাশে আইপিএল ট্রফি থাকলেও বিরাটের এই ট্রফির ভাঁড়ার শূন্য, তবুও তাঁর দলকে নিয়ে মানুষের মধ্যে ঠিক কতটা ক্রেজ রয়েছে সেটারই দেখা মিলল।
ভাইরাল হল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিয়ো
ইনস্টাগ্রামের এক কন্টেন্ট ক্রিয়েটার সম্প্রতি আরসিবিকে নিয়ে এক ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সার্থক সচদেব বলে সেই কন্টেন্ট ক্রিয়েটার জানাচ্ছেন, তিনি তাঁর শহরের সব প্রান্তেই প্রায় ১০০টি কিউআর কোড (QR Code) দেওয়া আরসিবির পোস্টার রাস্তায় লাগিয়েছেন। আর সেই পোস্টারে লেখা আছে, ‘Donate Rs.10 for RCB's Good Luck ’ (অর্থাৎ আরসিবির মঙ্গল কামনায় তিনি ১০টাকা করে অনুদান বা চাঁদা দিতে বলেছেন)।
উঠল ১২০০র বেশি টাকা
ভিডিয়োর শুরুতেই তিনি জানিয়েছিলেন, যে তিনি দেখতে চান আরসিবির ভক্তরা কেউ এই পোস্টারে গুরুত্ব দেয় কিনা। দিনের শেষে তাঁর অ্যাকাউন্টে ঢুকল ১২০০র বেশি টাকা, অর্থাৎ ১০০জনেরও বেশি আরসিবির ভক্ত নিজের দলের ভালো চেয়ে কিন্তু চাঁদা দিয়েছেন, তাঁরা ধরেই নিয়েছেন সত্যিই এই চাঁদা দিলে আরসিবির হয়ত ভালো হবে আর কাপ জয়ের খরা কাটবে। এই ভিডিয়োই প্রমাণ করে দিয়েছে ভারতের মাটিতে ক্রিকেটের প্রতি জনপ্রিয়তা ঠিক কতটা।
আজ ধোনি-বিরাট দ্বৈরথ
প্রসঙ্গত বহুদিন পর এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালোই খেলছে। কখনও পয়েন্ট তালিকায় ১ নম্বরে উঠে আসছে, নাহলে টপ ফোরের মধ্যেই থাকছে। আজ তাঁদের ম্যাচ রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে, সেই ম্যাচ জিতলেই কার্যত প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বিরাট কোহলি, রজত পতিদারদের।