সেসময় চলছিল 'আমার বস'-এর শ্যুটিং। ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, কাঞ্চন মল্লিক, আভেরি সিংহ রায় সহ অন্যান্যরা। কাজের ফাঁকেই একসঙ্গে বসে জমিয়ে চলছিল আড্ডা। হঠাৎই শিবপ্রসাদকে দেখে রাখি গুলজার বলে বসেন, ‘ইনি শিশির ভাদুড়ী।’ বলতেই সেসময় শিবপ্রসাদ সহ বাকি সকলে হা হা হা করে সজোরে হাসতে শুরু করলেন। সেখানে উপস্থিত আভেরি তখন মুখ চেপে ভাবছেন, ‘এটা আমি কী শুনলাম!’
শিবপ্রসাদ সম্পর্কে রাখি তখন মজা করে বলেই চলেছেন, ‘কী বলে, গীতা কা কসম হ্য়ায় যেটা লেখা আছে ওটা থেকে সরবে না। মাঝখানে আমরা চুনোপুটি। ঘুরে ঘুরে বেড়াই, কোনও ট্রেনিং নেই, কিছু নেই, ঠিক আছে? কিন্তু মন আছে।’ ভিডিয়ো দেখেই স্পষ্ট শ্যুটিং আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে মজা করেই কথাগুলি বলছিলেন কিংবদন্তি রাখি গুলজার। আসলে তিনি বলতে চাইছিলেন, শিবপ্রসাদ পরিচালক হিসাবে নাকি কড়া। সেটে তাঁর কথা নড়চড় হওয়ার উপায় নেই।
এরপর নন্দিতা রায় বললেন, ‘এক্সপ্রেশনটা কী ভালো এনেছে না? যেটা নিজে উনি, সেরকমই… আমি বলেছিলাম (রাখি গুলজারের থুতনিতে হাত রেখে)।’ আর এরপরই রাখি শিবপ্রসাদকে দেখিয়ে বললেন, ‘শোনে না এটা। (শিবপ্রসাদকে দেখিয়ে’ নন্দিতা রায় ফের বলেন, ‘শোনে না না?’ ফের রাখি বলললেন, ‘এই শিশির ভাদুড়ী শোনে না…।’ তখন নন্দিতা রায় আর হাসি চাপতে পারেননি। ফের সকলে হাসতে শুরু করেন।
'আমার বস' ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই মুহূর্তটি পোস্ট করে উইনডোজ প্রোডাকশনের ফেসবুকে প্রশ্ন করা হয়েছে, ‘রাখি গুলজার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম দিলেন শিশির ভাদুড়ী! আপনারা কি তাঁর সাথে মিল পাচ্ছেন কোথাও? কমেন্টে জানান’।
ভিডিয়োর নিচে বহু নেটিজেন নানান মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘কী সুন্দর মিষ্টি মানুষ।’ কারোর মন্তব্য, ‘রাখি গুলজার বেশ মজার মানুষ।’ কেউ আবার বলেছেন, ‘ছবিটা দেখতে চাই অপেক্ষা করে আছি।' কারোর মন্তব্য, ‘দারুণ উপাধি’। কেউ আবার এরই মাঝে শিবপ্রসাদকে শিশির ভাদুড়ী বলার সঙ্গে সহমত হতে পারেননি।
প্রসঙ্গত, বাংলা থিয়েটারের নবদিগন্ত উন্মোচিত হয়েছিল যে সমস্ত নাট্যশিল্পীর হাত ধরে, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী। গিরিশচন্দ্র ঘোষের পরে বাংলা রঙ্গমঞ্চের কিংবদন্তি হতে পেরেছিলেন একজনই, আর তিনিই হলেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। মজা করে তাঁর সঙ্গে শিবপ্রসাদের তুলনা টেনেছেন রাখী। তবে পুরো কথাবার্তাই হয়েছে নেহাতই মজার ছলে।