'দাদাগিরি', তাও আবার দাদাকে ছাড়া! এতো ভাবাই যায় না! প্রথমে শোনা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় এই শোয়ের সঞ্চালনা ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা গিয়েছিল 'দাদাগিরি' ছেড়ে সৌরভ নাকি 'বিগ বস' বাংলার সঞ্চালনা করবেন। কিন্তু আজ্ঞে নাহ। এখন সৌরভ নিজেই জানালেন অন্য খবর। দাদা বলছেন, ‘দাদাগিরি করব আবার বিগ বসেও থাকব।’
তবে এবার 'দাদাগিরি'তে থাকলেও জি বাংলা ছাড়ছেন তিনি, সেই চ্যানেলে আর দেখা যাবে না সৌরভকে। তবে এবার নাকি দাদাগিরি দেখা যাবে স্টার জলসায়। আজ্ঞে হ্য়াঁ, এই খবরে শিলমোহর দিয়েছেন দাদা নিজেই। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী সৌরভ বলেছেন, ‘জি বাংলায় আর দেখা যাবে না আমাকে। এ বার আমি স্টার জলসায়। ওখানেই দাদাগিরি এবং বিগ বস্ দুটো রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করব।’
সৌরভের কথায় দাদাগিরি’র ধরন বদলে যাচ্ছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো অনুষ্ঠানটিই নাকি অন্য রকম ভাবে পরিবেশন করতে চান তাঁরা। পাশাপাশি, তাঁরাই আবার জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস্-ও আনতে চান। তারা সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভাল লাগে। সেই জন্যই রাজি হলাম।'
আরও পড়ুন-কপালে তিলক, পরনে ধুতি, স্ত্রী কোয়েলকে পাশে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ সিং
অতীতে ফিরে গিয়ে নস্টালজিক সৌরভ বলেন, দাদাগিরি’র প্রথম সিজ়ন করার পর তিনি ভেবেছিলেন, পরের সিজন থেকে তাঁর আর ডাকা হবে না। তবে সেসময় নাকি তাঁর মা তাঁকে ভরসা দিয়েছিলেন। তবে তিনিও চেষ্টা করেছেন নিজেকে ঘষেমেজে তৈরি করে নিয়েছেন উপযুক্ত সঞ্চালক হিসাবে। পেয়েছেন দর্শকের ভালোবাসা। সৌরভের কথায়, 'রেটিং চার্টে যখন দেখতাম, আমার রিয়্যালিটি শো ভাল ফল করছে, কী আনন্দই না হত!'
তবে শুধু একই চ্যানেলে দুটি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করে ইতিহাস তৈরিই নয়, সৌরভ এই সঞ্চালনার জন্য নাকি রাজকীয় পারিশ্রমিকও পেতে চলেছেন বলে খবর। যার আগে এত পারিশ্রমিক নাকি কোনও খ্যাতনামী পাননি! সূত্রের খবর. দুই শোয়ের জন্য মোট ৩৪ দিন সময় দেবেন দাদা।
তবে এখানেই শেষ নয়। এই মুহূর্তে ৪৮টি ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখও তিনি। তবে খুব শীঘ্রই কি সেখানেও হাফ সেঞ্চুরি করে ফেলতে পারেন দাদা।