কলকাতার ময়দান এলাকার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার মূল ফটকের দুপাশে রয়েছে দুটি সিংহ। এছবি কলকাতাবাসীর ভীষণ চেনা। আর বহুবছর পর কলকাতায় ফিরেছিলেন রাখি গুলজার। সৌজন্যে 'আমার বস'। ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন ভিক্টোরিয়া চত্ত্বরে। আর সেখানেই সেই দুটি সিংহকে দেখে তাঁর মনে পড়ে যায় কিশোর কুমারের সেই বিখ্যাত গান। 'শিং নেই তবু নাম তার সিংহ/ডিম নয় তবু অশ্বডিম্ব/ গায়ে…'।
তবে রাখি যখন গাইছিলেন, ক্য়ামেরা তখন তাঁর শট নেওয়ার জন্য রেডি হচ্ছিল। তিনি সিনেমাটোগ্রাফারকে ডিরেকশন দিতে থাকেন, বলেন ‘ক্যামেরাটা নিচু কর, নয়ত বসে পড়।’ সিনেমাটোগ্রাফার তাঁর ফটো তোলার জন্য বললেন, ‘একটু হাসতে হবে।’ তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, ‘হাসব কেন আমি? সিংহ কি হাসছে!’
১৭ এপ্রিল, বৃহস্পতিবার উইনডোজ প্রোডাকশনের পেজে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়োটি। আর ক্যাপশানে নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে লেখা হয়েছে, ‘ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কাকে দেখে রাখী গুলজারের মনে পড়ল কিশোর কুমারের গান, "শিং নেই তবু নাম তার সিংহ"? দেখে নিন!’
আরও পড়ুন-দিব্যি পড়তে-লিখতে পারেন বাংলা, মজুমদার থেকে গুলজার হয়েও মাতৃভাষাকে ভোলেননি রাখি
আরও পড়ুন-গৌরী খানের রেস্তোরাঁয় ‘নকল পনির খাওয়ানো হচ্ছে'! ইউটিউবারের দাবিতে কী জানাল তোরি?