সোমবার 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুভশ্রী-দেবের গলায় কখনও ধরা পড়ে অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। আর তার মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন শতাব্দী একটি ফেসবুক পোস্ট করেন। যা নিয়ে শুরু হয় প্রবল চর্চা। আর এবার সেই পোস্ট নিয়ে মুখ খুললেন শতাব্দী।
আরও পড়ুন: চর্চিত বান্ধবী আরজে মাহভাশের খুশির খবরে এ কী মন্তব্য করলেন চাহাল!শোরগোল নেটপাড়ায়
দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শতাব্দী জানান তিনি এই পোস্ট নিয়ে এত আলোচনা হোক তা চাননি, তিনি আর পুরানো কথা নিয়ে আলোচনায় নারাজ। তাঁর কথায়, ‘আমি কিন্তু চাইনি এইসব। পনেরো বছর মুখ খুলিনি। তবে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।’
তবে তাঁর পোস্ট ইঙ্গিত করা হয়েছিল যে দেব-শুভশ্রীকে আবার এক হতে দেখে রাজের একটু হলেও খারাপ লেগেছে। যদিও রাজ কখনওই তা প্রকাশ করেননি বরং তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি নিজেও এদিনের সাক্ষী হতে চেয়েছিলেন, কিন্তু কাজের জন্য পারেননি, তবে তাঁর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিন্তু শতাব্দীর মতে এই ঘটনায় রাজ একটু হলেও আহত। তাঁর কথায়, ‘আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাঁকে তো বহু বছর চিনি সে কী অনুভব করতে পারে, তাঁর মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি।’
প্রসঙ্গত, শতাব্দী দেব-শুভশ্রীর রি- ইউনিয়নর পর পরই একটি ইঙ্গিতবাহী পোস্ট করে লিখেছিলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।’

২০০৬ সালে শতাব্দী মিত্রর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ। সেই সময় সাফল্য তাঁর হাতের মুঠোয় ধরা দেয়নি। তবে এরপর রাজ টলিউডে জায়গা করে নেন। কিন্তু চিড় ধরে তাঁর বৈবাহিক সম্পর্কে। ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, মিমি, শুভশ্রী! সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে করেন রাজ। বর্তমানে তাঁরা দুই সন্তানের মা-বাবা।