Rahul Arunoday Banerjee-Priyanka Sarkar: সহজকে নিয়ে এক ছাদের নিচেই থাকবেন, 'চিরদিনই তুমি যে আমার' বলছেন রাহুল-প্রিয়াঙ্কা
1 মিনিটে পড়ুন Updated: 24 Apr 2023, 06:52 PM ISTরহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানিয়েছেন, তাঁদের মধ্যে যে মামলা চলছিল, তা তাঁরা প্রত্যাহার করে নিয়েছেন। শীঘ্রই তাঁরা একসঙ্গে থাকবেন। আর ছেলে সহজের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মা-বাবা একসঙ্গে থাকবে শুনে বেশ খুশি ছোট্ট সহজ।
এবার একসঙ্গেই থাকবেন রাহুল-প্রিয়াঙ্কা