প্রিয়াঙ্কার পোস্ট করা মালতী মেরির ছবির নিচে নেটপাড়ার বাসিন্দাদের কমেন্টে ভরে গিয়েছে। কেউ লিখেছেন, ‘কী মিষ্টি বাচ্চা।’ কেউ আবার মালতী, প্রিয়াঙ্কা ও নিককে ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন। কারোর মন্তব্য, 'শিশুটিকে এক্কেবারে নিকের মতো দেখতে।', কারোর কথায়, ‘আমাদের ছোট্ট খরগোশ জোনাস।’
প্রিয়াঙ্কা-নিকের মেয়ে মালতীর প্রথম ইস্টার
ছোট্ট মালতী মেরির প্রথম ইস্টার। সেই সেলিব্রেশনেরই কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যায় তাঁর ছোট্ট মেয়ে যে টি-শার্ট পরেছে, সেটিতেও লেখা ‘মালতী মেরি-র প্রথম ইস্টার’। সঙ্গে ইস্টার ডিম নিয়েও খেলতে দেখা যায় মালতীকে। ক্যাপশানে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন 'ইস্টার সানডে'। সঙ্গে বেশকয়েকটি ইমোজি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
মালতীর প্রথম ইস্টার সেলিব্রেশনের কথা জানিয়ে বেশকয়েকটি ছবি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম ছবিতে মা ও মেয়েকে একসঙ্গে দেখা যাচ্ছে, মালতী পরেছে ইস্টার স্পেশাল টি-শার্ট। দ্বিতীয় ছবি বাথরুমে দাঁড়িয়ে আয়নায় চোখ রেখে সেলফি তুলতে দেখা গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর মেয়েকে। তৃতীয় ছবিতে দেখা যায় মালতী চকোলেট ডিম খাওয়াার চেষ্টায় রয়েছে, সেটা কৌতুহলী দৃষ্টিতে দেখছে। শেষ ছবিতে বাড়ির বাগানে বসে খেলতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা-নিক কন্যাকে। সামনে রয়েছে দুই পোষ্য জিনো ও পান্ডা।