আজ, ৩০ জানুয়ারি পথ চলা শুরু হল বাংলা তথা দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেসের। ট্রেনটি মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত রুটে ছুটবে। 'বন্দে ভারতের স্লিপার ভার্সন' ট্রেনটি পশ্চিমবঙ্গের মালদা সহ মোট ৯টি স্টেশনে থামবে। মোট ২২৭২ পথ পাড়ি দিতে ৪২ ঘণ্টা ১০ মিনিট নেবে ট্রেনটি।