প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ভারতীয় গ্ল্যামার দুনিয়ার অন্যতম উজ্বল নক্ষত্র। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বার বার ভারতের নাম উজ্বল করেছেন তারকা। শুধু অভিনেত্রী হিসাবেই নয়, পশ্চিমী দুনিয়ায় গায়িকা হিসাবেও সুখ্যাতি অর্জন করেছেন পিগি চপস। 'এক্সোটিক', 'ইন মাই সিটি'র মতো গান হোক কিংবা 'কোয়ান্টিকো'র মতো নামী মার্কিন টিভি সিরিজ। হলিউডেও নিজের ছাপ রেখেছেন দেশি গার্ল। 'বেচওয়াচ', 'ইজন্ট ইট রোম্যান্টিক' এর মতো হলিউডি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কাকে। তবে এই যাত্রাপথ সহজ ছিল না প্রিয়াঙ্কার কাছে।
প্রথমবার যখন হলিউডে নিজের ভাগ্য পরীক্ষা শুরু করেছিলেন নায়িকা, সেটা মারাত্মক কঠিন ছিল। প্রিয়াঙ্কা হিন্দুস্তান টাইমসকে জানান, ‘আমার কাছে কোন রোড-ম্যাপ ছিল না, আমার আগে কেউই এই কাজটা করে নি। আমাকে নিজেই নিজের রাস্তা খুঁজে নিতে হয়েছিল। প্রতিটি জায়গায় গিয়ে নিজের পরিচয় দিতে হয়েছিল, বলতে হয়েছিল, আমি একজন ভারতীয় অভিনেত্রী, আমার নাম প্রিয়াঙ্কা চোপড়া, আমি এই ধরণের ছবি করতে চাই। আমি সবসময়ই কেন্দ্রীয় চরিত্র করার কথা জানিয়েছিলাম, কোন পার্শ্বচরিত্র নয়-যে ধরণের চরিত্র সাধারণত কোনো বলিউড অভিনেতা করে থাকেন। সেগুলো(ক্যামিও রোলের অফার) আমার কাছেও এসেছিল। তবে আমি নিজের ভাবনায় অটল ছিলাম’।

পাশ্চাত্যে একটা ধারণা আছে, বলিউডে শুধু নির্দিষ্ট কিছু ঘরানার ছবি তৈরি হয়। কারণ স্ট্রিমিং সাইট গুলোতে বলিউডকে একটা জঁর হিসাবে পরিচয় করানো হয়। প্রিয়াঙ্কা জানান, 'আমার স্বপ্ন ভারতীয় সিনেমাকে বিশ্ব মানচিত্র পৌঁছে দেওয়া। আমারা পৃথিবীর অন্যতম বৃহৎ ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং আমরা নাকি কেবলই একটা জঁর ? স্ট্রিমিং সাইট লক্ষ্য করলেই দেখা যাবে, 'হরর','কমেডি', 'ড্রামা'-র সঙ্গে বলিউড রয়েছে। এটা আমার স্বপ্ন যে একদিন ভারতীয় ছবি এবং তাঁর কলাকুশলীরা পাশ্চাত্যর থেকেও অনেকগুণ এগিয়ে যাবে'।
আলি ফজল থেকে রাধিকা আপ্তে, এখন অনেক তারকাই বিদেশি ছবিতে কাজ করছে, ছবিটা কি বদলাচ্ছে, প্রিয়াঙ্কার কী মত ?
অভিনেত্রী জানান, 'কিছুটা হলেও পরিস্থিতিটা ভালোর দিকে এগিয়েছে, এখন আর আমেরিকায় বলিউড সম্পর্কে সেই ধারণা পোষণ করা হয় না, যেটা আমার কাজ শুরু করার সময় করা হত। আমাকে প্রশ্ন করা হত, তুমি তো ভালো নাচতে জানো না? আমিও বলতাম, হ্যাঁ, অভিনয়-নাচ-গান তিনটেই জানি, আমি তিনটেই পারদর্শী। আমি ভারতীয় অভিনেতাদের গ্লোবাল বিনোদন ইন্ডাস্ট্রির মেনস্ট্রিমে শীর্ষে দেখতে চাই'।
সেই প্রয়াসেরই সূচনাও করে ফেলেছেন দেশি গার্ল। সম্প্রতি প্রিয়াঙ্কা এবং অভিনেত্রী মিন্ডি কালিং, হলিউডের নামী প্রযোজক সংস্থা ইউনিভার্সাল স্টুডিওর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কেবলমাত্র ভারতীয় অভিনেতাদের নিয়ে একটি রম-কম ঘরানার হলিউড ছবি তৈরি করবে সংস্থা। 'আমি বিশ্বাসই করতে পারেনি, এটাও আমার সঙ্গে ঘটতে পারে, এর জন্য অনেক লড়াই লড়তে হয়েছে। আমি আশা করছি আরও অনেক কিছু করতে পারব ভারতীয় শিল্পীদের জন্য। আমি জানি সবটা আমি পাল্টাতে পারব না, তবে চেষ্টা চালিয়ে যাবো', আত্মবিশ্বাসের সুর প্রিয়াঙ্কার গলায়।
প্রায় তিন বছরের বিরতির পর ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সঙ্গে বলিউডে ফিরেছেন নায়িকা। পরিচালক সোনালি বসুর এই ছবিতে ফারহান আখতার ও জাইরা ওয়াসিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিতে দেখা গেছে অভিনেত্রীকে।