সার্থক গুপ্তর সঙ্গেই বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন ইউটিউবার প্রেরণা দাস। মার্চে সামনে আনেন প্রেমিককে। তারপর থেকে একসঙ্গে বেশ কিছু ভিডিয়োয় বানিয়েছেন তাঁরা। আর এবার সার্থক গার্লফ্রেন্ড ডে বা প্রেমিকা দিবস পালন করলেন প্রেরণার সঙ্গে। আয়োজন করলেন বিশেষ কেকেরও।
আরও পড়ুন: 'অনেক ব্যথা লুকিয়ে রেখেছি…', ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট বিতর্কের পর ব্রেকআপ নিয়ে মুখ খুললেন রণবীর!
মার্চ মাসের শেষ দিন প্রেরণা ‘মিস্টার গুপ্ত’র সঙ্গে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘হাই, মিস্টার গুপ্ত'। পাশে একটি হার্ট ইমোজিও দেওয়া ছিল। ছবিটি পোস্ট করে প্রেরণা তাঁকে ট্যাগও করেন। সেই সূত্রেই ‘মিস্টার গুপ্ত’ -এর প্রোফাইলে গেলে জানা যায় তাঁর নাম সার্থক গুপ্ত। এরপর এপ্রিলে বাঞ্চ ডেটেও গিয়েছিলেন তাঁরা। তাছাড়া এখন প্রেরণার সঙ্গে নানা ভিডিয়োয় দেখা মেলে সার্থকের। আর এর মাঝেই প্রেমিকা দিবস উদযাপন করলেন তাঁরা।
শনিবার প্রেরণা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে একটিতে প্যাস্টেল রঙের টি-শার্ট ও রোদ চশমায় নজর কাড়েন ইনফ্লুয়েন্সার। আর তাঁর কাঁধে হাত রেখে নেভি-ব্লু রঙের টি-শার্ট ও রোদ চশমায় দেখা মেলে 'মিস্টার গুপ্ত'র। তাঁদের সামনে রাখা ছিল একটি কেক। পরের ছবিতে একা প্রেরণাকেই দেখা যায়। আর তাঁর সামনে রাখার কেকের লেখাও বেশ স্পষ্ট হয়। সেখানে লেখা ছিল, ‘world best GF’ অর্থাৎ 'পৃথিবীর সেরা প্রেমিকা'। তার সঙ্গে লেখা ছিল, 'সব কিছুর জন্য ধন্যবাদ'। তাছাড়াও কেকের উপর 'জেরি'র ছবি আঁকা ছিল। এরপরের ছবিতে ফের তাঁদের দু'জনকে একসঙ্গে দেখা যায়। তাছাড়াও একটি ছবিতে শুধুতে কেকটিকে ভালো করে তুলে ধরেন তাঁরা। ছবিগুলি পোস্ট করে তাঁরা ক্যাপশনে লেখেন, ‘নজর না লেগে যায়।’
আরও পড়ুন: জাতীয় পুরস্কার ঘোষণার পরই শাহরুখকে ‘প্রেমপত্র’ জওয়ান-এর পরিচালক অ্যাটলির! কী লিখলেন তিনি?
তাঁদের এই ছবি দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘সুখে থাকো।’ আর একজন লেখেন, ‘দিদি নজর তো দিচ্ছি না, তবে খুব হিংসা হচ্ছে। তোমাদের দু’জনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে। সত্যি তিনি খুব ভাগ্যবান মানুষ।' আর একজন সার্থকের প্রসঙ্গে লেখেন, ‘কিছুক্ষণের জন্য দেখে তো আমি হার্দিক পান্ডে ভেবেছিলাম।’