IIFA 2023: আবুধাবিতে বলিউডের তাবড় তাবড় তারকা, আইফা অ্যাওয়ার্ডে চাঁদের হাট
Updated: 28 May 2023, 11:09 AM IST Priyanka Bose 28 May 2023 আইফা অ্যাওয়ার্ড, সলমন খান, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ, ভিকি কৌশল, IIFA 2023আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে 'আইফা অ্যাওয়ার্ডস ২০২৩'। অনুষ্ঠানে যোগ দিয়েছেন সলমন খান, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ভিকি কৌশল সহ অন্যান্য তারকারা।
পরবর্তী ফটো গ্যালারি