'হাম দিল দে চুকে সনম' ছবিতে সলমন খান এবং ঐশ্বর্যের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শক। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন নীল নয়না সুন্দরী। শোনা যায়, এই ছবিতে ঐশ্বর্যের কাছে অফার যাওয়ার আগে বলিউডের আরও কয়েকজন অভিনেত্রীকে বেছে নেওয়া হয়েছিল চরিত্রের জন্য। কীভাবে চরিত্রের অফার আসে অ্য়াশের কাছে?