
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার দাদাগিরির তারকা স্পেশাল এপিসোডে এসেছিলেন টলিউডের কিছু নামী মুখ। ছিলেন মধুমিতা সরকার, পায়েল সরকার, অন্বেষা হাজরা, ঋতব্রত মুখোপাধ্যায়, গীতশ্রী রায়রা। আর সেখানে সৌরভের সামনে নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করলেন পায়েল।
পায়েলের কথায়, ‘এই যে তোমায় বললাম না আমার মি টাইম পছন্দ, কেন সেটা বলি। বাড়িতে থাকলে আমি নিজের জন্য খুব কম সময় পাই। আমার বাড়িতে দুজন আছে, যাদের ট্যানট্রাম বাচ্চাদের মতো।’
আরও পড়ুন: সিধেসাধা মুখের ছেলেটি প্যান ইন্ডিয়া স্টার, পান জাতীয় পুরস্কার! প্রেমে পড়েন আমেরিকা গিয়ে, বলুন তো কে
এরপর নিজের সিঙ্গেল থাকার কারণ হিসেবে মা-বাবার দিকেই আঙুল তুললেন অভিনেত্রী। তাঁকে বলতে শোনা গেল, ‘যে কোনও বাঙালি পরিবারে, মেয়ের বাবা-মায়ের এতটা পজেসিভ! আমার জন্য সঠিক মানুষ পাওয়া ছেড়ে দাও। ওদের জন্য সঠিক মানুষ পাচ্ছি না। এই কারণে আমি সিঙ্গেল। আমি জানি, তুমি নিজে এটার সঙ্গে রিলেট করতে পারবে। ভাবো একবার সানার প্রেমিক হয়েছে, আর তোমার সামনে এসে বলছে, আমি ওকে ভালোবাসি। তোমার গোটা দুনিয়াটাই তো ওপর-নীচ হয়ে যাবে!’
অবশ্য পায়েলের সঙ্গে সহমত হলেন না একেবারেই সৌরভ। জানালেন, ‘একদমই তা হবে না। দশটা প্রশ্ন আমারও থাকবে। কিন্তু আমার দুনিয়াটা বদলাবে না।’ তাতে পায়েলের জবাব, ‘তাহলে বলতেই হবে সানা খুব লাকি।’
আরও পড়ুন: ‘মোটা’ কটাক্ষে জেরবার সুনিধি এখন স্লিমট্রিম! গায়িকাকে ‘মুডবোর্ড’ ডাকলেন মাসাবা
সৌরভের ফের প্রশ্ন, ‘বাবা পাত্র এলে কী প্রশ্ন করে? নিশ্চয়ই এতদিনে কোনও না কোনও পাত্রকে বাবার সামনে নিয়ে গিয়েছ…’ তাতে পায়েল বলেন, ‘পাত্র আনতে হয় না। আমি হয়তো টপিকটা শুরু করেছি। একটু পটাব বলে। মাকে হয়তো বুঝিয়েও দিলাম বাবার সামনে গিয়ে কী বলতে হবে। ও মা, মা বাবার সামনে গিয়ে উলটে যায়। আর বাবা তো সহমত হবে না, জানিই। এই কারণেই আমার আর প্রেম-বিয়ে হয়ে উঠছে না।’
আরও পড়ুন: সৌরভ নাকি তাঁর বাবা! দাদাগিরিতে এসে ‘অবাক’ দাবি যুবতীর, বাক্যহারা মহারাজ
সিনেমার জগতে পা দিয়েই পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে প্রেম হয়েছিল পায়েলের। দুজনে অফিসিয়ালও করেছিলেন এই সম্পর্ক। তবে তা ভেঙে যায়। এরপর পায়েলের নাম জড়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে। তবে তারপর থেকে আর কারও সঙ্গেই অভিনেত্রীর সম্পর্কের খবর সামনে আসেনি। নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports