৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন হাজির হয়েছিলেন এই পুরস্কার অনুষ্ঠানে। বছর ২৫-এর সঙ্গীতশিল্পী যদিও গ্র্যামি মনোনয়ন পাননি। তবে রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে ধরা দেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে গ্র্যামির রেড কার্পেটকে তাঁর ফ্যাশন রানওয়েতে রূপান্তরিত করেছেন।
গ্র্যামি রেড কার্পেটে কালো সাইড কাটিং গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দেন প্যারিস জ্যাকসন। তাঁর কোমরের উপরে বড় কাটআউট সহ অফ-দ্য-শোল্ডার কালো সেলিনের পোশাকে তাঁকে আরও অত্যাশ্চর্য করে তুলেছিল। সঙ্গে হাই হিল পরেছিলেন তিনি। ছোট্ট কানের দুল, হাতে ব্রেসলেট, আংটি এবং ছোট্ট হ্যান্ডব্যাগ সঙ্গে ক্যারি করেছিলেন তিনি। ঢেউ খেলানো সোনালি চুল সাইড পার্ট করে খোলা ছেড়েছিলেন। আরও পড়ুন: শরীরচর্চার নতুন কায়দা! গ্রামের মহিলাদের থেকে ব্যায়ামের এ কী কৌশল শিখছেন শিল্পা
তবে প্যারিসের শরীর জুড়ে রয়েছে একাধিক ট্যাটু। মোট ৮০ টি। কিন্তু এ দিন তিনি ঠিক করেছিলেন শরীরের একটিও ট্যাটু দেখাবেন না। তাই নামী মেকআপ ব্র্যান্ডের পণ্যের সহায়তা নিয়ে শরীরের সমস্ত ট্যাটু ঢেকে সাহসী পোশাকে হাজির হন সঙ্গীতশিল্পী। প্যারিস নতুন কোনও লুকে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছিলেন, সেই অর্থে তাঁর এই প্রয়াস। নেটিজেনরা প্যারিসের লুকের দারুণ প্রশংসা করেছেন। আরও পড়ুন: এখনও মেটেনি হাতের ক্ষত, তবু ঘোড়দৌড়ের টানে মাঠে নবাব! বেরিয়ে জানালেন অভিজ্ঞতা