‘বাচ্চা চাই, কিন্তু বাচ্চার মা-কে চাই না’, বিস্ফোরক দাবি সলমন খানের
1 মিনিটে পড়ুন Updated: 27 Dec 2022, 02:04 PM IST৫৭ বছরেও এসে বিয়ে করেননি সলমন খান। কেন বিয়ে নিয়ে এত অনীহা ভাইজানের?
সলমন খান।
সলমন খান।
মঙ্গলবার ২৭ নভেম্বর ৫৭ বছরের জন্মদিন পালন করছেন সলমন খান। রাত পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। মাঝে দুজনের মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন গলাগলি ভাব। অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। তবে অনেকেরই মনে আক্ষেপ, এখনও বিয়ের পিঁড়িতে বসলেন না তাঁদের প্রিয় অভিনেতা। জানেন কি, কয়েকবছর আগে সলমন বলেছিলেন বাচ্চা চান তিনি, কিন্তু চান না ‘বাচ্চার মা’!
বাচ্চা ভালোবাসেন সলমন। সেটা ভাইপো-ভাইঝি আহিল আর আয়াতের সঙ্গে কাটানো ভিডিয়ো দেখলেও বোঝা যায়। ২০১৯ সালে মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমনকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি বাচ্চা চাই। কিন্তু বাচ্চার সঙ্গে তো মা আসবে। আমি সেই মা চাই না। কিন্তু অমার দরকার না হলে কী হবে, ওদের তো মা দরকার। যদিও আমার একটা গোটা গ্রাম আছে ওদের দেখভাল করার জন্য।’
একাধিক মহিলার প্রেমে পড়েছেন সলমন খান। ১৯৯১-৯৯ অবধি প্রেম করেন সোমি আলির সঙ্গে। তারপর মডেল সঙ্গীতা বিজলানি, অভিনেতা ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ। বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সলমন। মাঝে পূজা হেগড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর রটে যায়। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি সলমনের তরফে। আরও পড়ুন: ভাই কা বার্থ ডে! সলমনের জন্মদিনের বড় চমক শাহরুখ, আর কারা এলেন বিশেষ অতিথি হয়ে?