ঘুরে গেল নন ফিকশনের টিআরপি-র লড়াই। গত সপ্তাহেই পিছিয়ে পড়েছিল রচনার দিদি নম্বর ১। সাধারণত এরকমটা হয় না খুব একটা। তবে রচনা বুঝিয়ে দিলেন ওটা ছিল নিছকই একটা অ্যাক্সিডেন্ট। ফের বাড়ল দিদি নম্বর ১-এর টিআরপি। ৪.৭ ছিল আগের সপ্তাহে। আর এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৫.৬। এদিকে নম্বর অনেকটাই কমল সারেগামাপা আর ডান্স ডান্স জুনিয়রের। দেব-রুক্মিণীর রিয়েলিটি শো প্রথম থেকেই সেভাবে টিআরপি পায়নি। তিনেই ছিল। তবে মাঝে নম্বর বেড়েছিল খানিকটা। দু সপ্তাহ আগে নন ফিকশনে টপারও হয়েছিল। কিন্তু আবারও সেই একই হাল। এই রবিবারে যেমন হাজির হয়েছিলে কোয়েল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় সপ্তাহে মঞ্চ মাতিয়েলেন। একসঙ্গে নাচও করেছিলেন দেব আর কোয়েল। তবে তার ছাপ টিআরপি-তে পড়ল না। জি বাংলা সারেগামাপা ২০২২ সেদিক থেকে দেখতে গেলে মোটামুটি নিজের জায়গা ধরে রাখছে। প্রতিযোগীরাও দর্শকদের মন জয় করার এক ফোঁটা সুযোগ ছাড়তে রাজি না। কেউ গাইছেন বাংলার প্রাচীন কীর্তন, কেউ বা হার্ড রক, কেউ আবার পাহাড়ি গানের সুরে দোলা লাগাচ্ছেন শ্রোতামনে। এক নজরে দেখে নিন নন-ফিকশন জঁরের টিআরপি তালিকা-দিদি নম্বর ১ [সানডে ধামাকা] (৫.৬)সা রে গা মা পা (৪.৯)ডান্স ডান্স জুনিয়র ৩ (৪.৬)রান্নাঘর (১.১)প্রসঙ্গত, শেষ হওয়ার পথে স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’। সেই জায়গায় জানুয়ারিতেই শুরু হবে ‘সুপার সিঙ্গার ৪’। অন্য দিকে সারেগামাপা শেষ হলে সেই জায়গায় আসবে ‘ডান্স বাংলা ডান্স’। যাতে বিচারকের আসনে মৌনি রায় থাকছেন। এই বছর মহাগুরুর আসনে থাকছেন মিঠুন চক্রবর্তীও। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখতে চেয়েছেন মিঠুনকে। সঙ্গে মৌনি থাকলে তো পোয়াবারো। নন-ফিকশনে জি বাংলাকে টেক্কা দেওয়া সহজ হবে না স্টার জলসার পক্ষে।