সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল আডবাণীর বিস্ফোরক অভিযোগ, ‘কাল হো না হো-র পর থেকে পরের তিন বছর আমার কাছে কোনও কাজ ছিল না। কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ধর্ম প্রোডাকশন ছেড়ে দিই এবং প্রকাশ্যেই ঝগড়া হয়েছিল।
নিখিল আডাবাণী-করণ জোহর
এবার করণ জোহরের বিরুদ্ধে বিস্ফোরক পরিচালক নিখিল আডবাণী। ২০০৩ সালে করণের ধর্মা প্রোডাকশনের শাহরুখ খান, প্রীতি জিন্টা, সইফ আলি খান অভিনীত 'কাল হো না হো' ছবিটির পরিচালক ছিলেন নিখিল। করণের সঙ্গে প্রকাশ্যেই বিবাদে জড়িয়ে পড়েন নিখিল। অভিযোগ তারপর থেকে তাঁকে আর কেউ কাজ দেননি।
প্রসঙ্গত, কাল হো না হো পরিচালনা করেছিলেন করণের বাবা যশ জোহর। চিত্রনাট্য লিখেছিলেন করণ জোহর। তবে 'কাল হো না হো' ছবির বহু আগে থেকেই ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল আডবাণী। ১৯৯৮ সালে করণের কুছ কুছ হোতা হ্যায় ছবির সময়েও তিনি ধর্মা প্রোডাকশনের সঙ্গে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল আডবাণীর বিস্ফোরক অভিযোগ, ‘কাল হো না হো-র পর থেকে পরের তিন বছর আমার কাছে কোনও কাজ ছিল না। কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ধর্ম প্রোডাকশন ছেড়ে দিই এবং প্রকাশ্যেই ঝগড়া হয়েছিল। পরে ২০১৩ সালে আমি ’ডি-ডে' দিয়ে কাজ শুরু করি। তখন আমি যেকোনও কাজ করতে তৈরি ছিলাম, তবে যাই করি না কেন, আগের মতো ফিরতে পারিনি।