টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নকুল মেহতা এবং তাঁর স্ত্রী জানকি পারেখ দ্বিতীয়বার হলেন বাবা-মা। সমাজ মাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করেন তাঁরা। গত ১৫ আগস্ট একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে দ্বিতীয়বারের জন্য বাবা মা হলেন এই তারকা দম্পতি।
রবিবার মেয়ের জন্মের কথা সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা। শেয়ার করেন ৩টি অমূল্য ছবি। প্রথম ছবিতে ছেলে সুফি বোনকে কোলে নিয়ে আদর করতে দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিতে নবজাতিকাকে প্রাণ ভরে দেখছেন অভিনেতা। তৃতীয় ছবিটি অপারেশন থিয়েটার থেকে তোলা।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
তৃতীয় ছবিতে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার পর প্রথম সেলফি তুলতে দেখা যায় তারকা দম্পতিকে। অপারেশন টেবিলে শুয়ে স্বামীর সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় সদ্য মা হওয়া জানকিকে। ছবিগুলি পোস্ট করে নকুল লেখেন, ‘আমাদের দ্বিতীয় শিশু জন্ম নিয়েছে। অবশেষে সুফির কাছে এল তার রুমি। আমাদের হৃদয় পরিপূর্ণ। ১৫ অগস্ট ২০২৫।’
নকুল আরও লেখেন, ‘তোমাদের কাজ ভালোবাসা খোঁজা নয় বরং নিজের ভেতরে থাকা সমস্ত বাধাকে খুঁজে বের করা যা তোমাকে ভালবাসতে বাধা দিচ্ছে। নকুলের এই পোস্ট দেখে ইতিমধ্যেই সকলে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারকা দম্পতিকে।’
একজন মন্তব্য করে লিখেছেন, তোমাদের দুজনকে এবং সুফিকে অনেক অনেক অভিনন্দন। রুমিকে এই পৃথিবীতে স্বাগত। তোমাদের দীর্ঘ এবং সুখী সুস্থ জীবন কামনা করি। দ্বিতীয় একজন কমেন্ট করে লিখেছেন, আমাদের সুফি এখন বড় ভাই!! অভিনন্দন। তোমার ছোট রাজকুমারীর আগমনের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
প্রসঙ্গত, গত জুন মাসে এই তারকা দম্পতি নিজেদের দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন সমাজ মাধ্যমের পাতায়। বেশ কয়েকটি ছবি শেয়ার করে নকুল লিখেছিলেন, ‘ছেলেটি অতিরিক্ত দায়িত্বের জন্য প্রস্তুত। আমরাও তাই। আপনাদের আশীর্বাদ কাম্য। আবার।' অভিনেতার এই পোস্ট দেখেই সকলে বুঝে যান যে খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের আগমন হতে চলেছে এই পৃথিবীতে।