ভালো নেই ‘আগুন পাখি’ নচিকেতা চক্রবর্তী। অসুস্থ গায়ক। সেই কারণেই শেষ মুহূর্তে রামপুরহাটে শো বাতিল করলেন নচিকেতা। তাঁর জীবনমুখী গানে মুগ্ধ গোটা বাংলা, সোজাসাপটা কথা বলবার জন্যও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিচিত তিনি। শুক্রবার রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল গায়কের। জানা গিয়েছে, সড়কপথে গাড়ি করে কলকাতা থেকে বীরভূম যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শারীরিক অসুস্থতার জেরে সাড়ে তিনশো কিলোমিটার পথ গাড়িতে যেতে পারবেন না বলে জানান নচিকেতা স্বয়ং। আয়োজকদের নিজের অসুবিধার কথা জানালে তাঁরাও সবরকমভাবে শিল্পীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।
এরপর তড়িঘড়ি নচিকেতার পরিবর্ত শিল্পীরও খোঁজ করা হয়। জানা গিয়েছে নচিকেতার বদলে রামপুরহাট উৎসবে পারফর্ম করবেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে ভিডিয়ো বার্তায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেন নচিকেতা। সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল।
তাঁর কী শারীরিক সমস্যা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি গায়ক। তবে ৪০ সেকেন্ডের ওই ভিডিয়োয় নচিকেতা বলেন, ‘৩রা ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ, এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’। তিনি আরও যোগ করেন, ‘ডাক্তারবাবু আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরের বার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু, আমি পরে কম্পেনসেট করে দেব।’
আরও পড়ুন-সলমনের বয়স তখন ১৬, হেলেনের সঙ্গে দ্বিতীয় বিয়ের কথা পরিবারকে জানান সেলিম, তারপর…
শিল্পীর চোখেমুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। ভিডিয়ো দেখে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন ভক্ত লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন নচিদা।’ অপর এক নচিকেতা অনুরাগী লেখেন, ‘আপনি সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। সুস্থ থাকুন। আরও গান, আরও সুর সৃষ্টি করুন।’
দিন কয়েক আগেই নচিকেতার ‘ডিভোর্স’ স্টেটাস নিয়ে হইচই পড়ে গিয়েছিল ফেসবুকে। পরে জানা যায় ডিভোর্স নিয়ে গান বেঁধেছেন গায়ক, তারই প্রচারে ওই পোস্ট। গত ২৭শে জানুয়ারি মুক্তি পেয়েছে নচিকেতার নতুন গান ‘হ্যাপি ডিভোর্স’। যার কথা-সুর সবই তাঁর।
আরও পড়ুন-‘ডিভোর্সটা কতদূর এগোল?’, সব বিতর্কিত প্রশ্নের জবাব দিলেন খোদ নচিকেতা
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)