বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত রয়েছে শাহরুখ খানের। তাঁদের মধ্যে অন্যতম মার্ভেলের নতুন সুপারহিরো ‘মিস মার্ভেল’ (এমএস মার্ভেল) এর পরিচালক, প্রযোজকও। জার্সি সিটিতে বেড়ে ওঠা পাকিস্তানি-আমেরিকান তরুণী অভিনেত্রী ইমান ভেলানিকে কমলা খান হিসেবে পর্দায় দেখা যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা আমানত ছবির লেখক, সহ প্রযোজক এবং পরিচালক বিলাল ফাল্লা ও আদিল এল আরবি জানিয়েছেন তাঁরা শাহরুখ খানের কত বড় ভক্ত। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন, শাহরুখ যদি 'মিস মার্ভেল'-এ থাকত তাহলে ছবির গল্প কেমন হত।
শাহরুখের নাম এবং তাঁর ছবি 'বাজিগর' এবং 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' মার্ভেল শোতে একটি বিশেষ জায়গা পেয়েছে। শাহরুখের ক্যামিওর ব্যাপারে জানতে চাইলে সানা বলেন, ‘শাহরুখ খান যদি শো-টি করতে রাজি হন, তবে আমরা আবার ছবিটি বানাবো। পুরো ঘটনা পরিবর্তন করব।’ তিনি আরও জানিয়েছেন, ওয়েব সিরিজে শাহরুখের উল্লেখ আসলে কমিক্স থেকে নেওয়া হয়েছে। আরও পড়ুন: পাকা খবর! মার্ভেল সুপারহিরো সিরিজে অভিনয় করছেন ফারহান আখতার, গর্বিত শিবানী
আদিল কিং খানের জন্য একটি অ্যাকশন ছবির পরামর্শও দিয়েছিলেন। আদিল, যিনি বিল্লালের সঙ্গে ব্যাড বয়েজ ফর লাইফ পরিচালনা করেছিলেন, তিনি আরও বলেছেন, তারা শাহরুখের সাঙ্গে 'ব্যাড বয়েজ ৩' রিমেক করতে চান। সেক্ষেত্রে সানা জানিয়েছেন, ‘এটি নিঁখুত ভাবে তৈরি হবে।' বিলাল যোগ করেছেন, 'তিনি বিশ্বের সবচেয়ে বড় তারকাদের একজন। কিংবদন্তি।'