সাওয়ার লু খ্যাত গায়িকা মোনালি ঠাকুর তাঁর গান, অভিনয় দিয়ে বারে বারে দর্শকদের মন কেড়েছেন। কিন্তু এদিন তাঁকে রীতিমত কটাক্ষের শিকার হতে হল। নিজের আগামী একটি কনসার্টের প্রচার করতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন তিনি। কিন্তু কেন?
আরও পড়ুন: কমছে বাংলা ছবির সংখ্যা, অনির্বাণ বললেন, 'হয়তো এমন ছবি করতে পারছি না যেটা হলে দর্শকদের হলে টানবে'
কী ঘটেছে?
এদিন মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় একটি প্রমোশনাল ভিডিয়ো পোস্ট করেন তাঁর আগামী শোয়ের আপডেট দিয়ে। সেখানেই তিনি জানান আগামী বছরের একদম গোড়াতেই উত্তরবঙ্গের দিনহাটায় তাঁর কনসার্ট আছে। আর সেই বিষয়েই তিনি কথা বলতে গিয়ে ইংরেজিতে বলেন, 'হ্যালো দিনহাটা, আমি মোনালি ঠাকুর। আমি ভীষণ উদগ্রীব এবং উৎসাহী দিনহাটা উৎসব ২০২৫ এ পারফর্ম করার জন্য। আগামী ২১ জানুয়ারি এই শো অনুষ্ঠিত হবে। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য তর সইছে না। খুব আনন্দ, মজা হবে। সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা নেবেন। শীঘ্রই দেখা হচ্ছে।'
মোনালি তাঁর এই গোটা ভিডিয়োতেই বিদেশি উচ্চারণে ইংরেজিতে কথা বলেন। আর সেটা শুনেই তাঁকে কটাক্ষ করেছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'ইংরেজিতে গান করবে নাকি?' আরেকজন লেখেন, 'দিদি এখানে সবাই বাঙালি, এখানে কোন ব্রিটিশ নেই। তুমি বাংলার মানুষ বাংলার কথা বলবে বাংলার গান করবে দু তিনটা হিন্দি করতে পারো কিন্তু তাই বলে তোমার আসাটাকে তুমি ইংরেজিতে বর্ণনা করবে সেটা কিন্তু একদমই কাম্য নয়। ওয়েলকাম দিনহাটা।' কেউ আবার লেখেন, 'এমন ভাব করছেন বাংলা মনে হয় জানো না! বাঙালির উৎসব বাংলার উৎসব বাংলায় বলুন, আপনি একজন বাঙালি, আসলে খুশি হব আমরা।' চতুর্থ ব্যক্তি অতীতে স্মৃতি মনে করিয়ে দিয়ে লেখেন, 'ডুয়ার্সের মেলাতে এসে তো দাঁড়াতেই পারছিল না, এত নেশা করে ছিল।'
আরও পড়ুন: 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?
আরও পড়ুন: 'আমি সামনে আসতে চাই না', উপহার দিয়েছেন মাছের ঝোল, সাহেব বিবি গোলামের মতো হিট, তবুও কেন আড়ালে থাকেন প্রতিম?