শ্লীলতাহানির মামলায় নওয়াজউদ্দিন ও তাঁর পরিবারের ৪ সদস্যকে পুলিশের ক্লিনচিট নিয়ে আপত্তি জানালেন ‘প্রাক্তন’ স্ত্রী আলিয়া সিদ্দিকী। এই মামলায় মুজাফফরনগর পকসো আদালত আলিয়াকে ৭ অক্টোবর হাজিরা দেওয়ার কথা বলেছিল। সেই মতোই ৭ অক্টোবর, শনিবার সেই মামলায় শুনানিতে আলিয়া নওয়াজ ও তাঁর পরিবারকে দেওয়া পুলিশি ক্লিনচিটে আপত্তি জানালেন।
এবিষয়ে অতিরিক্ত জেলা সরকারের কৌঁসুলি (ADGC) প্রদীপ বলিয়ান জানান, ‘এই মামলায় আলিয়া পুলিশ ক্লোজার রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সময় চেয়ে নিয়েছেন। আদালত আলিয়াকে তাঁর আবেদন জমা দেওয়ার জন্য ৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে। বলা হয়, যদি তিনি পুলিশ রিপোর্টে আপত্তি জানান, তাহলে আদালত পুনঃতদন্ত বা মামলা দায়েরের আদেশ দিতে পারে’।
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
আরও পড়ুন-অভিনয়, ফুটবল নাকি সিনেমা বানাতে চায় তৃষাণজিৎ! ছেলেকে নিয়ে কী বললেন 'বুম্বাদা'?
আরও পড়ুন-অমিতাভ বচ্চন আফগান নাগরিক! Big Bকে পছন্দ, তবে শাহরুখকে নিয়ে কী বলছে তালিবানরা?
প্রসঙ্গত, ২০২০ সালে নওয়াজউদ্দিন এবং তাঁর পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর মেয়েকে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর মা মেহরুন্নিসা তাঁর ভাই ফয়জুদ্দিন, আয়াজুদ্দিন এবং মিনাজউদ্দিন। এর আগে এই মামলার শুননি হয়েছিল গত ১৯সেপ্টেম্বর। সেদিন বিশেষ বিচারক রিতেশ সচদেবা আলিয়াকে তাঁর জবাব দাখিলের জন্য এক মাসের সময় দিয়েছিলেন। এরপরই আদালত আগামী ৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিল।