রাইড ২ বক্স অফিস কালেকশন তৃতীয় দিন: অজয় দেবগনের সর্বশেষ সিনেমা ১ মে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তাঁর ২০১৮ সালের হিট 'রেইড'-এর সিক্যুয়েল নিয়ে মাতামাতিও কিছু কম হচ্ছে না। এই ছবিতে অজয় ছাড়াও দেখা যাবে বাণী কাপুর ও রীতেশ দেশমুখকে। Sacnilk.com-এর সর্বশেষ আপডেট অনুসারে, মুক্তির তৃতীয় দিনে ফের বাড়ল বক্স অফিস আয় এবং ভারতে ছবির আয় ৪৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
রেইড ২-র বক্স অফিস আপডেট
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ‘রেইড ২’ ১৬.০৫ কোটি টাকার ব্যবসা করেছে। বৃহস্পতিবার ছবিটি ১৯.২৫ কোটি টাকা দিয়ে খাতা খোলে। অজয়ের ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম ২’ ছবির চেয়ে ‘রেইড ২’-এর শুরুটা ছিল অনেক ভালো। যা দেশীয় বক্স অফিসে প্রথম দিনে ১৫.৩৮ কোটি টাকা আয় করেছিল।
আরও পড়ুন- ৪টে ফ্রিজ, ইয়াব্বড় হল, কিন্তু এইটুকু রান্নাঘর! রইল সলমনের বোন অর্পিতা খানের Home Tour
শুক্রবার ‘রেইড ২’ আয় করে ১২ কোটি টাকা। তৃতীয় দিনে ‘রেইড ২’-এর সংগ্রহে যেগ হয় ১৬.০৫ কোটি। বক্স অফিসে ৩ দিনে মোট ৪৭.৩ কোটি টাকা আয় করেছে এই সিনেমা।
শনিবার ‘রেইড ২’-এর হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিল ২৩.৯৪%। সকালের শোতে উপস্থিতি ছিল ১২.০৪%, দুপুরের শোতে ২৬.৬৪% এবং সন্ধ্যার শোতে ৩৩.১৫%।
আরও পড়ুন- অকালে হারান ঐন্দ্রিলাকে! প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে সব্যসাচীর? খোলসা দিদি ঐশ্বর্যর
‘রেইড ২’ সম্পর্কে
‘রেইড ২’ ছবিতে অজয় একজন সৎ ইনাম ট্যাক্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ রীতেশ দেশমুখের বাড়িতে যান আয়কর অভিযান চালাতে। ছবিতে বাণী কাপুরও অভিনয় করেছেন। এবং আগের ‘রেইড’এর মতো দ্বিতীয় পার্টে আছেন সৌরভ শুক্লাও। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত।
আরও পড়ুন- কয়েক কোটি দামের বিয়ের আংটি পরেন ঐশ্বর্য-অনুষ্কা-করিনারা! যদিও সবচেয়ে দামি যাঁর, তাঁর ডিভোর্স…
নিজের কোন কোন রেকর্ড ভাঙল অরিজিত?
আয়ের নিরিখে রেইড-২ অজয় দেবগনের আগের সিনেমা আজাদ (৪.০৫ কোটি), ময়দান (১৯.৫৫ কোটি), রেইড (৪১.০১ কোটি), দৃশ্যম (২৩.০৫ কোটি), বোল বচ্চন (৪৩.১০ কোটি), সিংহম (৩০.৯৮ কোটি) এবং গোলমাল ৩ (৩৩.৫৮ কোটি) এর মতো সিনেমার প্রথম সপ্তাহান্তের বক্স অফিস সংগ্রহের রেকর্ড ভেঙেছে। বলিউডের সবচেয়ে বড় সিনেমার ক্ষেত্রে রেইড-২ এখনও পর্যন্ত হাউসফুল ৪, বাজিরাও মাস্তানি এবং থ্রি ইডিয়টসের মতো ছবির উইকএন্ড কালেকশনের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। কিন্তু ভুল ভুলাইয়া ২ এবং তানহাজির মতো সিনেমার চেয়ে পিছিয়ে রয়েছে।