বলিউড তারকাদের পেশাগত থেকে শুরু করে ব্যক্তিগত জীবন বরাবরই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর যদি সেটা প্রেমজীবন হয়ে থাকে, তাহলে তো কথাই নেই। আপাতত যেমন আলোচনায় রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। একসময় শুভমন আর সারার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন খবর, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে ডেবিউ করছেন এই সুন্দরী কন্যা।
ফিল্মফেয়ারের একটি প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সারা তেন্ডুলকর ও সিদ্ধান্ত চতুর্বেদীকে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে। এরপর থেকেই দুজনের প্রেম করার খবর রটে যায়। সূত্রের খবর, সিদ্ধান্ত ও সারা-র সম্পর্ক একেবারে প্রাথমিক স্তরে থাকলেও, দু'জনের মধ্যে একটা বেশ টানটান রসায়ন রয়েছে। দেখে মনে হচ্ছে উভয়ই একে অপরের সঙ্গ বেশ উপভোগ করে এবং একে অপরের সঙ্গে আজকাল স্বাচ্ছন্দ্য বোধও করে।
আরও পড়ুন- শনিবার তুফান তুলল অজয়! রেইড ২-এর দৌড় আরও বাড়ল বক্স অফিসে, ৩ দিনে ছবির আয় কত?
তবে সিদ্ধান্তকে নিয়েও প্রেমচর্চা কিছু কম হয় না! যেমন এর আগে শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোনের গেহরাইয়া সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে প্রেম করছেন। যদিও নভ্যা বা সিদ্ধান্ত কখনও এই নিয়ে খোলেননি মুখ।
আরও পড়ুন- ৪টে ফ্রিজ, ইয়াব্বড় হল, কিন্তু এইটুকু রান্নাঘর! রইল সলমনের বোন অর্পিতা খানের Home Tour
শুভমন গিলের সঙ্গে সারা-র সম্পর্কের গুঞ্জন
বিগত কয়েক বছরে সারা-র সঙ্গে নাম জড়িয়েছিল শুভমন গিলের। এমনকী, বেশ কিছু ম্যাচে খেলা দেখতে মাঠেও উপস্থিত ছিলেন সারা। এমনকী, তাঁদের একসঙ্গেও দেখা গিয়েছিল কয়েকবার। তারপর থেকে মাঠে, শুভমনকে মাঠে পেলেই, স্টেডিয়াম চিৎকার করত ‘সারা-সারা’!
আরও পড়ুন- অকালে হারান ঐন্দ্রিলাকে! প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ আছে সব্যসাচীর? খোলসা দিদি ঐশ্বর্যর
অবশ্য কোন সারা, তা নিয়েও ছিল কনফিউশন। কারণ, সারা খানের সঙ্গেও ঘনিষ্ঠত তৈরি হয়েছিল শুভমন গিলের। সে যাই হোক, সম্প্রতি এক পডকাস্টে ভারতীয় ক্রিকেট তারকা এসে দাবি করে বসে, তিনি বেশকিছু বছর ধরেই নাকি সিঙ্গল।
বলিউডের মোস্ট হ্যান্ডসাম হাঙ্কের তালিকায় নাম আসে তরুণ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। টাইমস অব ইন্ডিয়ার সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষ তালিকায় ২০১৯ সালে ১৯তম এবং ২০২০ সালে ১৫তম স্থান অধিকার করেছিলেন। ধড়ক ২, খো গয়ে হম কাহা, ফোন ভূত, গল্লি বয়, বান্টি অর বাবলি ২-এর মতো সিনেমায় দেখা গিয়েছে সিদ্ধান্তকে।
অন্য দিকে সারা, মায়ের মতো ডাক্তারি পড়েছেন। সঙ্গে আবার টুকটাক মডেলিং, ফ্যাশন শো-ও করছেন।