২০২১-এর ১৫ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়।পাত্র অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। এদিকে বিয়ের পর ২০২৩-এ নতুন বাড়িও কিনে ছিলেন সৌরভ-ত্বরিতা। আর এবার একটি নতুন বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের সেই ফ্ল্যাটটিও ঘুরিয়ে দেখালেন ত্বরিতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তিনি ঠিক কেমন ঘর চান তা ব্য়াকগ্রাউন্ডে ভয়েস ওভারে বলতে শোনা যাচ্ছে। যেখানে বলা হয়, ‘একদিন কিসিনে মুঝে পুছা, কী তুমহারা ঘর ক্যায়সা হোগা? ম্যায়নে উসে কাহা, মেরা ঘর ওয়সা হোগা যাঁহা সবকো আনা পসন্দ হোগা।….’।
এর সঙ্গে নিজের ঘরটিও ড্রয়িং থেকে বেডরুম সবই ঘুরিয়ে দেখায় ত্বরিতা চট্টোপাধ্যায়। ভিডিয়োর শুরুতেই দেখা যায়, সৌরভ-ত্বরিতার ফ্ল্যাটের বিশাল ড্রয়িং ও ডাইনিং। যার থিম কালার মূলত সাদা। তবে একটি দেওয়ালে রয়েছে ঘন সবুজ রং। যেখানে একটি গৌতম বুদ্ধের ছবি ঝুলছে। তারপর আলাদা করে দেখানো হয় ডাইনিং-এর অংশ। ড্রয়িং-এ ঢেকে রাখা সোফা থেকে চাদর তুলে নেওয়া হয়। ডাইনিং-এর রয়েছে পুজোর জায়গা। এরপরই ক্যামেরা ঘুরে যায় শয়ন কক্ষের দিকে। প্রতিটি বেডরুম-ই বেশ সুন্দর করে সাজানো, রয়েছে দেওয়াল জুড়ে একটি করে লম্বা জানালা। মোট দুটি বেড রুম রয়েছে। এছাড়া ড্রয়িং লাগোয়া রয়েছে খোলা বারান্দা। যেখান থেকে দেখা যাচ্ছে আলোয় সেজে ওঠা শহর কলকাতা।
আরও ‘ভাবছি কোন বহুরূপীর সাথে থাকছি!…’ অভিনেতা স্বামী শিবপ্রসাদের নাচ দেখে ঠিক কী লিখলেন জিনিয়া সেন?
ভিডিয়োর ক্যাপশানে ত্বরিতা ‘নিউ’ লিখে একটা বাড়ির ইমোজি দিয়েছেন। একই সঙ্গে জুড়েছেন নজর না লাগার ইমোজি।
ত্বরিতা এই হোম ট্যুরের ভিডিয়োতে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত কাজের ক্ষেত্রে ত্বরিতাকে এই মুহূর্তে 'জগদ্ধাত্রী' সিরিয়ালে দেখা যাচ্ছে। ব্যক্তিগত পরিচয়ে উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি। তরুণ কুমার ও সুব্রতা দেবীর একমাত্র মেয়ে ঝিমলি বন্দ্যোপাধ্যায়ের মেয়ের ছেলে হলেন সৌরভ। সে যাই হোক, বিয়ের পর বেশ সুখেই কাটছে সৌরভ ও ত্বরিতার সংসার।
প্রসঙ্গত, টেলিভিশনের বেশ পরিচিত মুখ ত্বরিতা চট্টোপাধ্যায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে সারদামণি-র মায়ের ভূমিকাতে অভিনয় করছেন ত্বরিতা। সঙ্গে ‘কড়ি খেলা’ ধারাবাহিক দিয়েও সকলের মন জয় করে নিয়েছেন।