গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'বারোজ থ্রিডি'র প্রচারে ব্যস্ত মোহনলাল। এর মাঝেই ভাগ করেনিলেন ‘দৃশ্যম ৩’-এর আপডেট। ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর ছবির হিন্দি রিমেকে অভিনয় করা অজয় দেবগনের সঙ্গে ক্রসওভারের সম্ভবনা নিয়েও মুখ খুলেছেন।
ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া ওই সাক্ষাৎকারে মোহনলালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 'দৃশ্যম'-এ ক্রসওভারের সম্ভাবনা রয়েছে কিনা? তাঁকে এবং অজয় দেবগনকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে কিনা? এই প্রশ্নে অভিনেতা বলেন, ‘আমার কোনও ধারণা নেই। আমিও চাই যেন এটা হয়। আপনারাও প্রার্থনা করুন।’
আরও পড়ুন: ভারতে লাইভ কনসার্টের জন্য পর্যাপ্ত পরিকাঠামো নেই! দিলজিৎ বিতর্ক উসকাতেই কড়া জবাব জাভেদের
‘দৃশ্যম ৩’ নিয়ে মোহনলাল বলেন, ‘আমার কোনও ধারণা নেই। এখনও এর চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। একটি ভাল সিক্যুয়াল বের করা এত সহজ নয়। এটা একটা বড় চ্যালেঞ্জ থাকে। তৃতীয় পার্ট পরিচালকের জন্য এবং আমাদের সবার জন্য একটি বড় চিন্তার বিষয়। তাই আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। অজয়ের সঙ্গেও নিশ্চয়ই একদিন ক্রসওভার হবে, আমিও প্রার্থনা করছি, যেন এটা হয়।’
আরও পড়ুন: অরুণ রায়কে চোখের জলে বিদায় জানালো টলিউড, ‘অনেক তাড়াতাড়ি হয়ে গেলো…’ লিখলেন দেব
মোহনলাল অভিনীত মালয়ালম ছবি ‘দৃশ্যম ২’, জিঠু জোসেফ রচনা ও পরিচালনা করেছিলেন। এর হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন অজয় দেবগন, টাবু, অক্ষয় খান্না, শ্রিয়া সরণ এবং ঈশিতা দত্ত। নবাগত পরিচালক অভিষেক পাঠক পরিচালিত এই ছবিটি ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল ছিল, ছবিটি বিশ্বব্যাপী মোট ৩০০ কোটির বেশি আয় করেছিল।
আরও পড়ুন: ‘না ছেড়ে গেলেও পারতে’! অরুণের জন্য হৃদয়বিদারক পোস্ট রুক্মিণীর, ‘সবসময় ভালোবাসব’
অন্যদিকে, মোহনলালের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'ব্যারোজ' একটি মালায়ালাম ফ্যান্টাসি থ্রিলার। এখানে মায়া রাও ওয়েস্ট, সিজার লরেন্টে রাটন, ইগনাসিও মাতেওস, কাল্লিরোই টিজিয়াফেটা, নেরিয়া কামাচো এবং তুহিন মেননের সঙ্গে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিটির হিন্দি সংস্করণ ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কাজের সূত্রে অজয়কে এরপর 'আজাদ' ছবিতে দেখা যাবে।
আজকাল কি বলিউড নতুন কোনও গল্প খুঁজে পাচ্ছে না, যে সুপারহিট ছবির সিকুয়েল, প্রিকুয়েল নিয়ে হাজির হচ্ছে? এই প্রসঙ্গে অজয় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় ওটিটি কালচারের কারণে দর্শক অনেক সিলেক্টিভ হয়ে গেছে। আমি নিজে যখন ওটিটিতে কিছু দেখি, তখন নতুন কিছু হলে অনেক সময় নিয়ে ফেলি কোন ছবি দেখব সেই সিদ্ধান্ত নিতে। কিন্তু যদি আমি আগে থেকেই চরিত্রগুলি সম্পর্কে জানি তাহলে তার পরের পার্ট এলে আগে দেখব। ছবির ক্ষেত্রেও এখন তাই করছেন দর্শক।’