নতুন বছরের দ্বিতীয় দিনই বড় বিপর্যয় টলিউডে। ২ জানুয়ারী বৃহস্পতিবার ভোররারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছন পরিচালক অরুণ রায়। গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়েছেন তিনি, কিন্তু তাতেও ফিকে হয়ে যায়নি তাঁর মুখের হাসি। সব সময় কাজকে ভালোবেসেছেন। বার বার ফিরতে চেয়েছেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াতেই। তাই আজ তিনি চলে গেলেও থেকে গিয়েছে তাঁর সব অনবদ্য সৃষ্টি, দাঁতে দাঁত চেপে হাসিমুখে লড়াই করে ফিরতে চাওয়ার অদম্য ইচ্ছা। তাই পরিচালকের এই লড়াইকেই সম্মান জানিয়ে পর্দার ‘বাঘাযতীন’-এর প্রেমিকা রুক্মিণী মৈত্র লিখলেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব হিরো...।’
নায়িকা বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পরিচালকের সঙ্গে একটি ছবি ভাগ করে লেখেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব হিরো… তুমি একজন হিরোর মতোই লড়াই করেছ। তোমার নায়িকা তোমায় প্রতিজ্ঞা করছে, তোমাকে দেওয়া সব কথা রাখবো অরুণ দা। সত্যি বলি.. না ছেড়ে গেলেও পারতে.. তবু মেনে নিতেই হবে.. আমি তোমাকে ভালোবাসি…।'
আরও পড়ুন: 'আমার ব্যক্তিগত স্তরের ক্ষতি', অরুণ রায়ের অকাল প্রয়ানে শোকস্তদ্ধ 'বাদল' অর্ণ মুখোপাধ্যায়
প্রসঙ্গত, দেবের ২০২৩-এর পুজোর ছবি 'বাঘাযতীন'-এর পরিচালক ছিলেন তিনি। এই ছবি মুক্তির আগেই তিনি জানতে পারেন যে মারণরোগ ক্যানসার তাঁর দেহে বাসা বেঁধেছে। কিন্তু তাতেও দমে যাননি তিনি। বার বার কাজের মধ্যে ফিরতে চেয়েছেন। হাসিমুখে ক্যানসারের যন্ত্রণা সহ্য করেছেন। তবে শেষ কিছু দিন খুবই অবনতি হয় তাঁর স্বাস্থ্যের। বিগত কয়েকদিন তিনি ভর্তি ছিলেন আরজি করে। 'খাদান'-এর জন্য হল ভিজিটের মাঝেই তাঁকে দেখতে অভিনেতা দেব সেখানে গিয়েছিলেন।
বৃহস্পতিবার তাঁর মৃত্যুর পর দেবের প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও পরিচালককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটি পোস্ট করা হয়। সমাজমাধ্যমের পাতায় অরুণ রায়ের রায়ের একটি ছবি শেয়ার করে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেনচারের পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের প্রিয় পরিচালক অরুণ রায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন স্বপ্নদর্শী চলচ্চিত্র নির্মাতা, তার আবেগ, সৃজনশীলতা এবং গল্প বলার প্রতি নিবেদন আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তাঁকে হারানোর ক্ষতি আমাদের হৃদয়ে এবং সিনেমা জগতে একটি অপূরণীয় শূন্যতা রেখে গিয়েছে।’ যদিও দেবের তরফ থেকে এখনও কোনও পোস্ট প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: প্রয়াত অরুণ রায়! না ফেরার দেশে দেবের বাঘাযতীন পরিচালক, ক্যানসার কাড়ল প্রাণ
প্রসঙ্গত, ১৯১১ সালে মোহনবাগান এবং ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের মধ্যে হওয়া ফুটবল ম্যাচ ভারতের বুকে যে ইতিহাস সৃষ্টি করেছিল তার প্রেক্ষাপটে তৈরি 'এগারো'-এর পরিচালনা দিয়ে বাংলা ছবির দুনিয়ায় পদার্পণ করেন অরুণ রায়। তারপর ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’, 'হীরালাল', 'বাঘাযতীন'-সহ একাধিক ছবির পরিচালনা করেছেন তিনি।