২৬ অক্টোবর থেকে Disney+ Hotstar-এ প্রিমিয়ার হবে ‘কফি উইথ করণ সিজন ৮’। হোস্ট করণ জোহরের টক শো শুরু থেকেই চর্চায়। নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হিসেবে হাজির হবেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এমনিতেই দীপবীরের সঙ্গে খুব ঘনিষ্ট সম্পর্ক করণ জোহরের।
করণের কফি শোয়ের কাউচে বসে প্রথমবার সকলের সামনে নিজেদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন এই দম্পতি। দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো দেখে রীতিমতো আপ্লুত এবং আবেগপ্রবণ করণ। পরিচালক বলেছেন, তিনি রণবীর এবং দীপিকার জন্য খুশি ছিলেন তিনি একই সঙ্গে একটু একা বোধ করছেন। আরও পড়ুন: বিয়ের অনেক আগেই এই কাজটি সারেন রণবীর-দীপিকা, কেউ জানতেন না! করণের শোয়ে সিক্রেট ফাঁস
কফি উইথ করণ হোস্ট যোগ করেছেন, তিনি নিজের জন্য একই রকম প্রেমের গল্প চেয়েছেন জীবনে, আশা রাখেন সারা দুনিয়াকে একদিন সেই গল্প শোনাবেন। করণ স্বীকার করেছেন, ‘আমি কোনও সম্পর্কের মধ্যে নেই এবং আমি এক ধরনের সিঙ্গেল। আমার বার বার মনে হয়, আমি কারও সঙ্গে না থাকার কারণে কি হারাচ্ছি। দিনের সব কিছু ভাগ করে নেওয়ার জন্য আমার সঙ্গে কেউ নেই। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সেই শূন্যতা অনুভব করি’।
পরিচালক-প্রযোজক আরও বলেছেন, ‘আমার সন্তানেরা আছে, মা আছে, কিন্তু এসবের পরও যখন আমি তোমাদের দেখি এবং আমি জানি সম্পর্কগুলি কঠিন, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে যে আত্মিক সংযোগ, যার পাশে ঘুম থেকে জেগে ওঠা, হাত ধরতে পারাটা এবং কঠিন সময়ও পাশে থাকাটা… আমার মনে পড়েনা আমার নিজের শোতে এমন কোনও মুহূর্ত পেয়েছি। তোমাদের দেখে খুব আনন্দ হচ্ছে, একই সঙ্গে নিজেও খুব একাকিত্ব বোধ করছি। আশা রাখি, হয়তো কোনও দিন নিজের গল্পও বলতে পারব। আমি যে সুখ এবং আনন্দ দেখেছি, এবং জানি এটি সহজ নয়’।
তিনি যোগ করেছেন, যে ইন্ডাস্ট্রিতে রণবীর এবং দীপিকা কাজ করছেন, বলিউডের মতো জায়গায় এই সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কঠিন। তাদের সাধুবাদ জানিয়েছেন করণ। পরিচালকের আন্তরিক স্বীকারোক্তি ভক্তদের আবেগতাড়িত করেছে।
ইতালির লেক কোমোতে ২০১৮ সালে অন্তরঙ্গ অনুষ্ঠান করে বিয়ে করেন দীপিকা-রণবীর। ঠিক তার তিন বছর আগে (২০১৫ সালে) গোপনে বাগদান সেরেছিলেন এই জুটি। এ প্রসঙ্গে সটান দীপবীরের দিকে অবাক প্রশ্ন ছোঁড়েন করণ। মাথা নেড়ে রণবীর বলেন, ‘আমার মনে হয় ২০১৫ সাল’। অভিনেতা যোগ করেছেন, দীপিকাকে প্রস্তাব দেওয়ার অন্যতম কারণ, অন্য কেউ যেন আগেই এ কাজ না করে বসে। দম্পতি এই পর্বেও প্রথমবারের মতো তাদের বিয়ের ফুটেজ দেখানোর জন্য প্রস্তুত।