তিনি সাংবাদিক, আবার বর্তমানে রাজনীতিবিদ্, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবেই তাঁর পরিচিতি। তবে কুণাল ঘোষ গানটাও মন্দ গান না। গত মাসেই এক অনুষ্ঠানে নচিকেতা চক্রবর্তীর মতো শিল্পীর সঙ্গে ডুয়েট গেয়ে চমকে দিয়েছিলেন কুণাল। আর এবার কুণাল গাইলেন পর্দার ‘বিনোদিনী’ রুক্মিণী মৈত্রর জন্য।
এর আগে সাংসদ দেবে-এর সঙ্গে কুণাল ঘোষের তরজার কথা সকলেই জানেন। প্রকাশ্যেই ঘটেছে মতবিরোধ। দেবকে 'তুমি চৈতন্যদেব সাজছো' বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করতেও একসময় ছাড়েননি তৃণমূল মুখপাত্র। তবে দেবের উদ্যোগেই শেষপর্যন্ত কুণালের সেই রাগ গলে জল হয়ে যায়। পরে দেবের বান্ধবী, অভিনেত্রী রুক্মিণীর 'বিনোদিনী' ছবির প্রচারেও এগিয়ে আসেন কুণাল। আর এবার রুক্মিণীর সঙ্গে ডুয়েটে 'ভজ গৌরাঙ্গ' গেয়ে মঞ্চ মাতালেন কুণাল ঘোষ।
২৪ ফেব্রুয়ারি, সোমবার ছিল পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে হাজির ছিলেন কুণাল ঘোষ। মঞ্চে উঠে দুজনে মিলে গাইলেন জনপ্রিয় সেই ‘ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে…’। নিজেই X হ্যান্ডেলে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন রুক্মিণী।
গানের শুরুটা করেন রুক্মিণী, তবে মাইক হাতে পেতেই তাঁকে ছাপিয়ে যান কুণাল। রুক্মিণী শ্রীচৈতন্য দেবের মতো করে হাত নেড়ে নেড়ে গান গাওয়ার চেষ্টা করলেও কুণালের চড়া গলার কাছে খেই হারিয়ে ফেলেন, তবে সামলে নেন কুণাল ঘোষ। তিনিই আসর জমিয়ে দেন। শেষের দিকে রুক্মিণী ফের গানটি ধরে নেন।
আরও পড়ুন-বিয়ে নয় বাগদান-এর আগে ঘটা করে আইবুড়োভাত অনন্যা-সুকান্তর, কী ছিল মেনুতে?
ভিডিয়োটি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'ভজ গৌরাঙ্গ..যাঁরা এখনও 'বিনোদিনী' দেখেননি, হলে গিয়ে দেখে আসুন। পরিচালক রামকমল ও টিম সত্যিই ভালো কাজ করেছে। আজ পরেশ পালের সুভাষ মেলার সমাপ্তি অনুষ্ঠানে দেখা হয়েছিল রুক্মিনীর সঙ্গে।'