‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী কুবরা সাইত। ওয়েব সিরিজে ট্রান্স মহিলা কুকু-এর চরিত্রে অভিনেয় করেছেন তিনি। ‘ওপেন বুক: নট কোয়াইট আ মেময়ার’ নামে বইয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা লিখেছেন তিনি। ওই বইতেই তিনি লিখেছেন, মাত্র ১৭ বছর বয়সে কী করে যৌন হেনস্থার শিকার হয়েছেন কুবরা।
প্রায় দুই দশক পর যৌন হেনস্থার মতো দুঃসহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কুবরা লিখেছেন, মায়ের ‘বিপদের বন্ধু’ সেজে পরিবারের ঘনিষ্ঠ উঠেছিলেন এক ব্যক্তি। মাত্র ১৭ বছর বয়সে, তার হাতে একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন। প্রায় আড়াই বছর ধরে এই অভিজ্ঞতা সইতে হয়েছিল তাঁকে। মুখ ফুটে মাকে বলার মতো সাহস হয়নি তাঁর। কারণ অভিনেত্রীর পরিবারকে শেষ করে ফেলার হুমকিও নাকি দিতেন ওই ব্যক্তি। আরও পড়ুন: Sacred Games: সেক্সের দৃশ্যের শ্যুটে ভেঙে পড়েছিলেন কুবরা! কেন জানেন?
এই বিষয় বিস্তারিত ভাবে নিজের বইয়ে লিখছেন, সেই সময় প্রায়শই বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁয় পরিবারের সঙ্গে যেতেন তিনি। সেখানকার মালিকের সঙ্গে তাঁদের পারিবারিক ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। ওই ব্যক্তি অভিনেত্রীর মাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। সাহায্যের পরপরই ওই ব্যক্তি তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। ওই ব্যক্তি বিবাহিত ছিলেন। এক সন্তানও ছিল তার। আড়াই বছরের মধ্যেই আরও এক সন্তান হয়।