২০০৪ সাল থেকে চালু হয়েছিল করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’। শো শুরুর পর থেকে নানা কারণে চর্চা চলে। তারকাদের বিতর্কিত মন্তব্য, সিক্রেট ফাঁস ঘিরে ধীরে ধীরে তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করে এই টক শো। সাতটি সিজনের পার করে চলতি বছরে অষ্টম সিজনে পা ‘কফি উইথ করণ’-এর।
কফি উইথ করণের নতুন সিজন নিয়ে ফিরেছেন করণ জোহর। আগামী ২৬ অক্টোবর থেকে Disney+ Hotstar-এ স্ট্রিম হবে নতুন সিজন। শো-এর সেট থেকে সম্প্রতি একটি BTS ভিডিয়ো শেয়ার করেছেন করণ। লিখেছেন, ‘প্রথমবারের মতো, শুরু করার আগে কফি উইথ করণের জগতের এক আভাস!’ আরও পড়ুন: লাল কাঞ্জিভরমে অপরূপা! পঞ্চমবার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া, চোখ ফেরানো দায়
ভিডিয়োটি সমস্ত ডিজাইন-প্ল্যান লেআউট দিয়ে শুরু হয়েছে। এরপরই দেখা মিলেছে আইকনিক কাউচের। সেট তৈরির ঝলক, সাজানো দামী দামী হ্যাম্পার এবং কমলা রঙের কফি কাপে লেখা ‘কফি উইথ করণ' টক শোয়ের নাম। দেখুন ভিডিয়ো-
নতুন সিজন সম্পর্কে করণ জোহর বলেছেন, ‘আমরা সবাই জানি আপনারা কফি উইথ করণের নতুন সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন – আপনাদের ইচ্ছের কথা আমরা শুনেছি। সিজন ৭ থেকে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া এবং প্রচুর ভালোবাসা পেয়েছি, আসুন এই সিজনে আমার বন্ধুদের এবং আপনার প্রিয় সেলিব্রিটিদের কুখ্যাত কফি সোফাতে কোন ফিল্টার কথোপকথন ছাড়া অনেক গোপন কথা ফাঁস হোক। Disney+ Hotstar-এ ফিরে আসা কফি উইথ করণের নতুন সিজন হবে লাগাম ছাড়া কথোপকথন, যা আমরা সকলেই পছন্দ করি! তাহলে আর অপেক্ষা কীসের? আসুন কফি উইথ করণ সিজন ৮ নিয়ে তৈরি’।
নিশ্চিত অতিথি তালিকা এখনও প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, এ বছরের ‘কফি উইথ করণ সিজন ৮’-এর থিম পরিবারের সদস্য। তাই সে কথা মাথায় রেখেই বেশির ভাগ জুটি করা হচ্ছে।