এই প্রথমবার! ২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো দেখাবেন দীপবীর। হ্য়াঁ, ঠিকই শুনছেন। ৫বছর আগে নিজেদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দু'দিন ধরে হয়েছিল 'দীপবীর'-এর বিয়ের অনুষ্ঠান। এর আগে বিয়ের নানান ছবি সামনে এসেছে।
দীপিকা-রণবীর
খুব শীঘ্রই শুরু হতে চলেছে করণ জোহরের বহু চর্চিত এবং বিতর্কিত শো ‘কফি উইথ করণ-৮’ (Koffee With Karan Season 8)। আগামী শুক্রবার (26 October) ডিজনি + হটস্টারে এই শোয়ের প্রিমিয়ার হবে। আর এবার এই শোয়ের শুরুতেই থাকছেন বিশেষ চমক। আর সেই চমকটা দেবেন রণবীর-দীপিকা।
এই প্রথমবার! ২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো দেখাবেন দীপবীর। হ্য়াঁ, ঠিকই শুনছেন। ৫ বছর আগে নিজেদের সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সমস্ত দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা। যে বিয়ে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন শুধুমাত্র দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি, দুই রীতি মেনে দু'দিন ধরে হয়েছিল 'দীপবীর'-এর বিয়ের অনুষ্ঠান। এর আগে তারকা দম্পতির বিয়ের নানান ছবি সামনে এসেছে। এবার সেই বিয়ের সমস্ত রীতিনীতি এবার ভিডিয়ো আকারে উঠে আসবে অনুরাগীদের সামনে।