
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
চলতি বছরের শুরুতেই গুজরাটের জামনগরে ৩ দিনের প্রি ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করেছিল আম্বানি পরিবার। ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে কোনও ফাঁক রাখতে রাজি নন ভারতের সবচেয়ে বৃত্তশীল পরিবার। জামনগরের উদযাপনে মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, রিহানা, শচীন টেন্ডুলকার, এমএস ধোনি, শাহরুখ খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, সলমন খান, শাহরুখ খান, আলিয়া ভাট-সহ প্রায় ১,২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।
সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রি-ওয়েডিং হবে ২৮-৩০ মে। আম্বানি পরিবার একটি বিলাসবহুল ক্রুজে প্রায় ৮০০ জন অতিথিকে ডাকবে। ক্রুজটি ৩ দিনে মধ্যে ৪৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এবং ইতালি থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে যাবে।
অতিথিদের তালিকায় থাকবেন সলমন খান, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ৮০০ অতিথি ছাড়াও ৬০০ কর্মী উপস্থিত থাকবেন নিমন্ত্রিতের দেখভাল করতে।
আরও পড়ুন: ‘রাতে যার ইচ্ছে হয়…’, ২ বউ পায়েল-কৃতিকার সঙ্গে কীভাবে যৌন জীবন চলে? জবাব আরমানের
জুলাইয়ে দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টকে বিয়ে করবেন অনন্ত আম্বানি। জানা যাচ্ছে, হাই প্রোফাইল এই বিয়েটি লন্ডনে হতে পারে। এই দম্পতি ২০২৩ সালের ১৯ জানুয়ারি মুম্বাইতে বাগদান করেছিলেন। রাধিকা মার্চেন্ট হলেন এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইওর বীরেন মার্চেন্ট এবং উদ্যোগপতি শৈল মার্চেন্টের ছোট মেয়ে। ১৯৯৪ সালের ১৮ ডিসেম্বর জন্ম হয়েছে রাধিকার।
আরও পড়ুন: বিয়ের ৬ বছর, ১ ছেলের মা! বউ ঋদ্ধিমার হাতের স্পেশাল এই খাবারের প্রশংসায় পঞ্চমুখ গৌরব
দেশাই এবং দিওয়ানজি ফার্ম থেকে নিজের কর্মজীবন শুরু করেন রাধিকা। পরে মুম্বই ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানিতে জুনিয়র সেলস ম্যানেজার হিসেবে যুক্ত হন। বর্তমানে তিনি এনকোর হেলথকেয়ারের ডিরেক্টর পদে কাজ করছেন।
আরও পড়ুন: ‘লোকে বলে ভালো জিনিস…’! মিঠাই রানির প্রেম নিয়ে চর্চা, ইনস্টায় কী ইঙ্গিত সৌমিতৃষার
ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ভাল বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। তবে নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে আম্বানি পরিবারের সঙ্গে রাধিকাও যোগদান করলে তাঁদের সম্পর্কের গুঞ্জনে হাওয়া লাগে। মুম্বইয়ে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের রিসেশপনেও রাধিকা অম্বানি পরিবারের সঙ্গেই গিয়েছিলেন।
৳7,777 IPL 2025 Sports Bonus