টিভি পার্সোনালিটি, ইন্টারনেট সেনসেশন, হলিউড সেনসেশন কিম কর্দাশিয়ান ফের খবরে। তবে এবারও এক বিতর্কিত কারণে। সম্প্রতি মিলান ফ্যাশন উইকে দেখা মিলেছে তাঁর। আর সেখানে এত আঁটোসাঁটো পোশাক পরেছিলেন কিম যে হাঁটতেই পারছিলেন না! যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল হাসাহাসি।
বডি হাগিং শিমারি ড্রেস পরেছিলেন কিম। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেল সোজা হাঁটটেই পারছেন না। এখানেই শেষ নয়, লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন। Dolce Gabbana-র ডিজাইন করা পোশাক পরেছিলেন কিম। এত টাইট পোশাক যে না সিঁড়ি দিয়ে উঠতে পারছেন, এমনকী গাড়িতে উঠতে গিয়েও ছড়িয়ে লাট করেছেন। অভিনেত্রীর এহেন নাজেহাল অবস্থা দেখে হাসির রোল উঠেছে নেটমাধ্যমে ৷
এহেন ফ্যাশন নিয়ে আুপাতত জোর চর্চা সোশ্যালে। এক ভক্ত কমেন্টে লিখলেন, ‘মৎসকন্যা হতে গিয়ে যখন ডিজাইনার তোমায় ব্যাঙ বানিয়ে দেয়, এভাবেই লাফাতে হয়’। জনৈক লিখলেন, ‘খ্যাতি আর অর্থ এদের মাথায় উঠে গিয়েছে। সত্যি কিছু বলার নেই আর’। আরও পড়ুন: প্রেগন্যান্সিতেও কমে গিয়েছে বিপাশার ওজন! এ কী হল হবু মা-র সঙ্গে
মিলানে এদিন হাজির ছিলেন কিমের বোন ক্লোয়িও। মাইকেল মোরনের সঙ্গে প্রেমের গুঞ্জন সেখান থেকেই ছড়িয়েছে। ফ্যাশন শো-র ব্যাকস্টেজে একসঙ্গে পোজ দেন দুই কর্দাশিয়ান বোন এদিন। আরও পড়ুন: বিয়ের আগে ‘মা’ বাংলাদেশের নায়িকা বুবলী? প্রশ্ন উঠছে সন্তানের বাবা কে তা নিয়েও