সত্য ঘটনাভিত্তিক ছবি নির্মাণের জন্য পরিচিত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে তাঁকে দেখা যাবে। দর্শকরা অক্ষয় কুমারকে এই কোর্টরুম ড্রামায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এূবার ধর্মা প্রোডাকশন্স ছবির ট্রেলার প্রকাশ করে ছবি নিয়ে দর্শকদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারে অক্ষয় কুমার জানাচ্ছেন যে, তিনি জালিয়ানওয়ালাবাগের সত্য সারা বিশ্বের সামনে তুলে ধরবেন।
ট্রেলারে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ভয়াবহ দৃশ্য দেখানো হয়েছে। ৩রা এপ্রিল প্রকাশিত হয়েছে অক্ষয় কুমার অভিনীত এই ছবির ট্রেলার। ট্রেলারটি আপনাকে আবেগে আপ্লুত করবে। জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হত্যাকাণ্ডের ভয়ঙ্কর দৃশ্য ট্রেলারে দেখানো হয়েছে।
‘কেশরী চ্যাপ্টার ২’ ট্রেলারের শুরুতে লেখা আছে, ‘ভারতীয় ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় থেকে অনুপ্রাণিত’। এরপর অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, তিনি জেনারেল ডায়ারকে প্রশ্ন করছেন। তারপর কোর্টের দৃশ্য দেখানো হয়। অক্ষয় কুমার এখানে আইনজীবী সি. শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করছেন।
ট্রেলারে অক্ষয় জেনারেল ডায়ারকে প্রশ্ন করেন, জালিয়ানওয়ালাবাগে জনতাকে সরাতে তিনি কীভাবে সতর্ক করেছিলেন? আপনি কি টিয়ার গ্যাস ছুঁড়েছিলেন? হাওয়ায় গুলি চালিয়েছিলেন? জবাবে তিনি বলেন, ‘না’। তখন অক্ষয় বলেন, তাহলে আপনি কোনো সতর্কবাণী ছাড়াই জনতার উপর গুলি চালিয়েছেন? জবাবে বলা হয়, ‘ওরা জনতা ছিল না, ওরা ছিল সন্ত্রাসবাদী’।