পরনে কালো শার্ট-প্যান্ট। মাথায় কালো ব্যান্ডানা। চোখে কালো চশমা, গলায় রুদ্রাক্ষের মালা! হাওড়া ব্রিজে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন রুহ বাবা। কলকাতায় এসে বার বার মুগ্ধতা প্রকাশ করেছেন কার্তিক আরিয়ার। অভিনেতা ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলে তা পরিষ্কার বোঝা যাচ্ছে।
হাওড়া ব্রিজে কার্তিক
মঙ্গলবার সকালে শহরে শ্যুটিং করতে দেখা গিয়েছে অভিনেতাকে। কাকভোরে বাইকে চড়ে হাওড়া ব্রিজে ‘ভুলভুলাইয়া ৩’-এর সিক্যুয়েন্সের শ্যুটিং করেছেন তিনি। এবার সেই ঝলকই সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন কার্তিক। ক্যাপশনে লিখেছেন, ‘Kolkata How-rah You’। কার্তিকের শেয়ার করা পোস্ট দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। কলকাতা শহরের আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শ্যুটিং করছেন কার্তিক।
আরও পড়ুন: মাধুরী থেকে শ্রদ্ধা, মেতে উঠেছে গুড়ি পাড়ওয়ায়, উৎসব কেমন কাটছে বলি সেলেবদের, দেখুন ছবি
আরও পড়ুন: ‘গোপন নয়, ব্যক্তিগত ছিল..’, বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন তাপসী, জানালেন কেন পোস্ট করেননি ছবি
ভিক্টোরিয়ার সামনে শ্যুটিং
বুধবার দুপুরে পার্কস্ট্রিস্টের নামী দোকানে ভুরিভোজ সেরেছেন। সেই ছবির ঝলক শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। কাছেই ভিক্টোরিয়া, সেখানেও শ্যুটিং করেছেন বুধবার। ভিক্টোরিয়ার সামনে বাইকে চড়ে শ্যুটিং করেছেন কার্তিক, আর ক্যারিয়ার সিটে বসা ছিল অভিনেতার বডি ডাবল।
আরও পড়ুন: Rolls Royce Phantom EWB VIII কিনেছেন নীতা আম্বানি, কী বিশেষত্ব রয়েছে ১২ কোটির এই গাড়ির