বলিউডের চকোলেট বয় কার্তিক আরিয়ান। দুরন্ত অভিনয় এবং ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে থাকেন তিনি। বছর ৩৩-এর কার্তিক সেলফ মেড অভিনেতা। এই বছরের জন্মদিনের শুরুটা কার্তিক করেছেন পরিবারের সঙ্গে পুজো-পাঠ করে। মধ্যরাতে কার্তিকের বাড়ির বাইরে বড় কেক, বেলুন-ফেস্টুন, ফুল পৌঁছাতে দেখা গিয়েছে।
মধ্যরাতে জন্মদিন সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন কার্তিক। ছবিতে কেক কোলে নিয়ে বসে হাত জুড়ে, চোখ বুজে প্রার্থনা করতে দেখা গিয়েছে অভিনেতাকে। কাউচে তাঁর পাশে বসে পোষ্য সারমেয়। অভিনেতার পরনে কালো ট্রাউজার, টি-শার্ট এবং মাথায় লাল টুপি। তাঁর চারদিকে বেলুন-ফেস্টুনে সাজানো। ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘সকলের ভালোবাসার জন্য কৃতজ্ঞ’।
ইন্ডাস্ট্রির অনেকেই কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আয়ুষ্মান খুরানা, মণীশ মালহোত্রা, টাইগার শ্রফ, জারা খান, বিক্রান্ত ম্যাসি, ধর্মেশ সহ অভিনেতার ভক্তরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আরও পড়ুন: ‘পৃথিবীর সবথেকে হ্যান্ডসাম পুরুষ’, শাহরুখকে এই লুকে দেখে মুগ্ধ ভক্তরা