
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বলিউড নায়িকাদের মধ্যে ঠোঁটকাটা হিসেবেই ধরা হয় করিনা কাপুর খান-কে। এমনকী, তাঁর করা আলটপকা কিছু মন্তব্যের জন্য লালা সিং চাড্ডা ছবি বয়কটেরও ডাক উঠেছিল। আর এবার সইফ-পত্নীর সমালোচনার মুখে পড়লেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তরুণ নায়িকারা। করিনার মতে, বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু।
‘ওঁরা আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তাঁর থেকে আপনার চোখ সরাতে পারবেন না। টাবুও ভারতীয় শিল্পে আমার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। বয়স তাঁদের পারফরমেন্সে কোনও ছাপ ফেলতে পারেনি। তাঁরা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ?’, ফোর্বস ইন্ডিয়াকে বলেন কারিনা।
‘শুনতে খারাপ লাগলেও, এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের থেকেও ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের কাছে তো এমন প্রশ্ন করেন না!’, আরও বলেন করিনা।
কারিনা কাপুরকে শীঘ্রই হংসল মেহতার ক্রাইম থ্রিলার 'দ্য বাকিংহাম মার্ডারস'-এ দেখা যাবে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশও হবে তাঁর৷ একইসঙ্গে ‘দ্য ক্রু’-তে দেখা যাবে। যেখানে করিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ। রোহিত শেট্টির কপ ড্রামা ‘সিংঘম এগেইন’-এও থাকছেন তিনি। অজয় দেবগন, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং অক্ষয় কুমারদের সঙ্গে।
বছরখানেক আগে এক সাক্ষাৎকারে করিনাকে বলতে শোনা গিয়েছিল, অনেকেই তাঁকে বলেছিল বিয়ে আর সন্তান সরাসরি প্রভাব ফেলতে পারে তাঁর কেরিয়ারে। তবে এসব কোনওদিনই পাত্তা দেননি বেবো। এমনকী দ্বিতীয় সন্তান জেহ হওয়ার সময়তেও নয়। কারণ পরিবার তাঁর কাছে বরাবরই জীবনের বড় প্রায়োরিটি। যদিও করিনা জানিয়েছেন, মা হওয়ার পর তাঁর কাছে ভালো সিনেমায় অভিনয়ের সুযোগ আসা এখনও অবধি বন্ধ হয়নি। এমনকী, এত স্ক্রিপ্ট জমে থাকে তাঁর বাড়িতে যে সব পড়ে ওঠার সুযোগও পান না। করিনাকে কাজের সূত্রে শেষ দেখা গিয়েছে সুজয় ঘোষের ওয়েব সিরিজ জানে জান-এ।
৳7,777 IPL 2025 Sports Bonus