ধর্মা প্রোডাকশনের তরফে করণ জোহর একটি নতুন ছবির ঘোষণা করেছেন। তিনি কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ ছবিটি প্রযোজনা করবেন। ছবিটি ২০২৬ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে। । ‘ফুকরে’ সিরিজের পরিচালক মৃগদীপ সিং লাম্বা ছবিটি পরিচালনা করবেন।বাজারে এল নতুন ‘নাগ’করণ ইনস্টাগ্রামে সিনেমার মোশন পোস্টারটি শেয়ার করে নিয়েছেন। দেখা যাচ্ছে, শার্টবিহীন কার্তিক সাপের একটি গর্ত থেকে বেরিয়ে এসে, শহরের দিকে তাকিয়ে আছেন। তার পরনে নীল জিন্স। আর গা খসখসে, সাপের মতো।ক্যাপশনে লেখা ছিল, ‘মানুষের গল্প অনেক দেখেছেন, এবার দেখুন সাপের গল্প! #Naagzilla - নাগ লোকের প্রথম কাণ্ড… মজা ছড়াতে আসছে - প্রেমদেশ্বর পেয়ারে চাঁদ… নাগপঞ্চমীতে 🐍 আপনার নিকটবর্তী Sssssinemas-এ - ১৪ আগস্ট ২০২৬-এ। ’ নাগজিল্লা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াদর্শকরা রীতিমতো অবাক, করণের শেয়ার করা মোশন পোস্টারটি দেখার পর। ‘একতা কাপুরের পেটে লাথি তো এটা! হায় ভগবান’। আরেকজন লেখেন, ‘এতদিন লোকে নাগিনদের কাণ্ড দেখত, এবার দেখবে নাগকে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘নতুন কনসেপ্ট। দারুণ এক্সাইটেড লাগছে’। তো কেউ কেউ আবার রামর্শ দিয়েছেন করণকে, যেন তিনি ২০০০-এ তৈরি হওয়া সেই কিংবদন্তিধারার ছবিগুলিতেই ফিরে যান। ‘আর এসব বানাবেন না প্লিস। আমরা আপনার আর্লি টোয়েন্টিজ মিস করছি। K2H2, K3G, KANK, Kapoor & Sons-এর মতো সিনেমা চাই। এরকম অর্থহীন জিনিস তৈরি করে নিজের আর আমাদের উপর অত্যাচার করবেন না!’তো কেউ মস্করা করেছেন ছবি মুক্তির তারিখ নিয়ে। লেখেন, ‘আরে দাঁড়ান। ২০২৬ সালের ১৪ অগস্ট। আরে এবছরের অগস্ট তো আগে আসতে দিন!’ দ্বিতীয়জন লিখলেন, ‘উফফফ বাবা, ২০২৬ সালের ঘোষণা এখনই! সুপারফাস্ট করণ জোহর।’