বাংলা নিউজ > বায়োস্কোপ > 'প্রযোজকদের কাছ থেকেও…', দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে মুখ খুললেন কাজল
পরবর্তী খবর
'প্রযোজকদের কাছ থেকেও…', দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে মুখ খুললেন কাজল
1 মিনিটে পড়ুন Updated: 15 Jun 2025, 11:34 AM ISTSayani Rana
সম্প্রতি দীপিকা পাড়ুকোন ৮ ঘন্টা কাজ করার বিষয়টি তুলে ধরেছেন। সদ্য মা হওয়া এই অভিনেত্রী ইন্ডাস্ট্রি থেকেও বহু তারকার সমর্থন পেয়েছেন। এবার কাজল এই বিষয়ে মুখ খুললেন।
Ad
'প্রযোজকদের কাছ থেকেও…', দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে মুখ খুললেন কাজল
সম্প্রতি দীপিকা পাড়ুকোন ৮ ঘন্টা কাজ করার বিষয়টি তুলে ধরেছেন। সদ্য মা হওয়া এই অভিনেত্রী ইন্ডাস্ট্রি থেকেও বহু তারকার সমর্থন পেয়েছেন। এবার কাজল এই বিষয়ে মুখ খুললেন। অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি তাঁর কেরিয়ারে কখনও ২০ ঘন্টা কাজ করেননি এবং তিনি একবার কেবল একটি ছবিতে কাজ করেছেন। এটা তাঁকে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল। অভিনেত্রী আরও জানিয়েছেন যে তিনি প্রযোজকদের কাছ থেকেও যথেষ্ঠ সাহায্য পেয়েছিলেন সেই সময়।
কাজল জানান যে, যখন তিনি তাঁর প্রথম সন্তান, মেয়ে নাইসার জন্ম দেন, তখন তাঁর জন্য কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়েছিল। এই অবস্থায় তাঁর স্বামী অজয় দেবগন এবং অন্যান্য প্রযোজকরা তাঁকে খুব সাহায্য করেছিলেন। অভিনেত্রীর জানান, প্রযোজকরা কোনও দ্বিধা ছাড়াই তাঁর দিকটা খেয়াল রাখতেন। অভিনেত্রী জানান যে, তাঁর 'ইউ মি অর হাম' ছবির শ্যুটিংয়ের সময়, তাঁর বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। তখন ছবির প্রযোজক অজয় দেবগন তাঁকে তাড়াতাড়ি বাড়ি যেতে দিতেন। তিনি তাঁর কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখার ক্ষেত্রে ইন্ডাস্ট্রি থেকে খুবই সাহায্য পেয়েছেন।
সম্প্রতি পিটিআইকে কাজল বলেন, ‘আমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন ছিলাম যাঁরা একটি ছবিতে কাজ করতেন। আমি কখনও একই সময়ে চারটি ছবি করতাম না। আমি একটা ছবি শেষ করে অন্যটি শুরু করতাম। আমি কখনও ২০ বা ৩০ ঘন্টা কাজ করতাম না। আমি সবসময় খুব স্পষ্ট বক্তা ছিলাম যে, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করব। আমার মা-ও এই বিষয়ে আমার পাশে ছিলেন সব সময়।’
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র এই কারণে। আসলে, দীপিকা সদ্য মা হয়েছেন। এমন পরিস্থিতিতে তিনি ৮ ঘন্টা কাজ করার দাবি করেছিলেন। তবে, এই ছবিতে তৃপ্তি দিমরিকে কাস্ট করা হয়েছে। অন্যদিকে, অ্যাটলি পরিচালিত ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।