টেলিভিশনের পর্দায় ফিরছে ইন্ডিয়ান আইডল-১৪। ৭ অক্টোবর থেকে শুরু হবে এই শো। আর এই সিজনে বিচারকের আসনে দেখা যাবে কুমার শানু, শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানিকে। তবে এবার ইন্ডিয়ান আইডল-১৪র হাত ধরেই দীর্ঘ ৮ বছর পর আবারও সঞ্চালনায় ফিরছেন টলিভিশনের জনপ্রিয় অভিনেতা হুসেন কুয়াজেরওয়ালা।
সোনি টেলিভিশনের তরফে পোস্ট করা ইন্ডিয়ান আইডল-১৪র নতুন প্রমোয় দেখা মিলেছে হুসেনের। প্রমোতে অবশ্য প্রথমেই হুসেনকে দেখা যায়নি, শুরুতে তাঁর জামাকাপড় পরে তৈরি হওয়ার কয়েকটি ঝলক দেখা গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে হুসেনের গলা। তিনি বলছেন, ‘ওরা ভেবেছিল, আমি আর কখনও ফিরব না। এই যে জায়গা, চকচকে দুনিয়া, আলোর ঝলকানি, তাতেই হয়ত আমি কোথাও হারিয়ে যাব! তবে ভুলে গিয়েছিল সকলে যে…বাকি আমার গল্প সকলকে বলতে আমি আসছি…’।
হুসেনের গলা শুনে অবাক হয়েছিলেন ইন্ডিয়ান আইডল-১৪র তিন বিচারক শ্রেয়া ঘোষাল, কুমার শানু ও বিশাল দাদলানি। কুমার শানু তো বলেই বসলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়…।’ বিশাল দাদলানিও এবারের সঞ্চালককে দেখার আগ্রহে বলে বসলেন, ‘কে তুমি এসো তো দেখি…’, এরপর হুসেন ঢুকতেই তাঁকে পিছন থেকে দেখে শ্রেয়া বললেন, ‘ইয়ে কৌন হ্যায়!’ আর তখনই দেখা মিলল হুসেন কুয়াজেরওয়ালা। এসেই তিন বিচারককে জড়িয়ে ধরে অভিবাদন জানালেন হুসেন। বিশাল দাদলানি বললেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে…’। কুমার শানু হোসেনকে বললেন, ‘তুমি ফিরে আসায় শোয়ের প্রাণ ফিরেছে…।’
আরও পড়ুন-সেদিন বারদুয়ারীতে যাঁরা মদ খাচ্ছিলেন, তাঁরা প্রসেনজিতকে দেখে ভাবেন নেশা হয়েছে, আর তারপরই…: সৃজিত
আরও পড়ুন-৯ বছরের দূরত্বে ইতি! সলমনের বাড়িতে অরিজিৎ সিং, ভাইজানের রাগ কমল?
আরও পড়ুন-গাড়ি থেকে নেমে হাসলেন আমির, তাতেও যেন বিষণ্ণতার ছাপ! নেটপাড়া বলছে, 'ট্যালেন্ট শেষ হয়নি, নতুব শুরু করুন'
আরও পড়ুন-'বাবা ও মা-ই আমার পথপ্রদর্শক', বলিউডে পা রাখার আগে অকপট শাহরুখ-গৌরী কন্যা সুহানা