দেশভাগের গল্প নিয়ে ‘লাহোর ১৯৪৭’ আনছেন আমির খান। তবে প্রযোজক আমিরের এই ছবিতে নায়ক তো সানি দেওল। তবে কেন নিজের হেয়ারস্টাইল বদলে ফেলেছেন আমির! বুধবার রাতে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ঢোকার মুখে দেখা গেল আমিরকে। রেস্তোরাঁ থেকে বের হতেই পাপারাৎজির ক্যামেরার সামনে পড়লেন ‘মিস্টার পারফেকশনিস্ট’, কিন্তু একী চুলের স্টাইল বদলে সম্পূর্ণ অন্যরূপে দেখা গেল আমিরকে।
পাপারাৎজির অ্যাকাউন্টে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামলেন আমির, তাঁর পরনে নীল ডোরাকোটা সাদা কুর্তা। সঙ্গে নীল পাজামা। আমিরের হেয়ারস্টাইল বদলে গিয়েছে। তাঁর মাথার মাঝখানে সিঁথে, দুপাশে ঢেউ খেলানো চুল, সঙ্গে মোটা গোঁফ, আর চোখে চশমা। অনুরাগীদের দেখে হাসলেন আমির, তবে সেই হাসিতেও যেন ছিল কিছুটা বিষণ্ণতা। পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন, আবার অনুরাগীদের সঙ্গে হাতও মেলালেন। তারপর ভিতরে ঢুকে গেলেন। তবে এই ভিডিয়ো দেখে অনুরাগীদের একটাই প্রশ্ন, আমিরের এই নতুন হেয়ারস্টাইল কি কোনও নতুন ছবির জন্য?
আরও পড়ুন-'বাবা ও মা-ই আমার পথপ্রদর্শক', বলিউডে পা রাখার আগে অকপট শাহরুখ-গৌরী কন্যা সুহানা
আরও পড়ুন-৯ বছরের দূরত্বে ইতি! সলমনের বাড়িতে অরিজিৎ সিং, ভাইজানের রাগ কমল?
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
আমিরকে কিছুটা ম্রিয়মান দেখে এক নেটিজেন উৎসাহ দিয়ে লিখেছেন, ‘২টো ছবি নাহয় ফ্লপ হয়েছে, তাতে সমস্যা কোথায়! ট্যালেন্ট শেষ হয়ে যায়নি। নতুন ছবি শুরু করো ভাই।’ ওই একই নেটিজেন আবারও লিখেছেন, 'সব ছবিই ১০০০ কোটির ব্যবসা করবে, এটার কোনও প্রয়োজন নেই। তবে ট্যালেন্ট শেষ হয়ে যায় না।' কারোর মন্তব্য, ‘আপনি তো হ্যান্ডসাম, তাহলে জোকারের মতো কেন লাগছে!’ কারোর বিষ্ময় মন্তব্য, 'এটা আবার কী ধরনের চেহারা!' এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
এদিকে লাল সিং চাড্ডা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর 'লাইট-ক্যামেরা অ্যাকশন' থেকে দূরেই রয়েছেন আমির। তবে কিছুদিন আগেই জানা গিয়েছে তিনি রাজ কুমার সন্তোষীর একটি ছবির প্রযোজনা করছেন। যে ছবির নাম 'লাহের ১৯৪৭', দেশভাগের গল্প নিয়ে আসছে এই ছবি। প্রযোজক আমিরের এই ছবিতে নায়ক সানি দেওল। সে তো নাহয় হল আমির অনুরাগীদের একটাই প্রশ্ন, ‘শাহরুখ, সানি সকলেই ফিরলেন আপনি পর্দায় ফিরছেন কবে?’
এদিকে কিছুদিন আগেই জানা গিয়েছেন রাজকুমার সন্তোষীর 'চ্যাম্পিয়ানস' ছবির হাত ধরেই পর্দায় ফিরবেন আমির নিজেও। ২০২৪-এ শুরু হবে 'চ্যাম্পিয়ানস'-এর শ্যুটিং। যেখানে প্রশিক্ষক বা কোচের ভূমিকায় দেখা যাবে আমিরকে।
সানি দেওলের হাত ধরে