চলতি বছর জানুয়ারি মাসে আচমকাই সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। আততায়ীর ছুরিতে আঘাতপ্রাপ্ত হন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে এই গোটা ঘটনায় যেমন কিছু খারাপ হয়েছে তেমন এই ঘটনায় কিছু ভালও হয়েছে।
সইফ আলি খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে উদ্বিগ্ন হয়ে ওঠেন গোটা পরিবার। বাবাকে দেখতে ছুটে যান ইব্রাহিম। বাবাকে দেখে কিছুটা বিধ্বস্ত হয়ে পড়েন তিনি, কিন্তু ইব্রাহিমকে দেখে সইফ এমন কী বলেছিলেন যা শোনার পর হয়তো বাবা ছেলের সম্পর্কে কিছুটা হলেও উন্নতি হয়েছে।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
সইফ হামলার কথা স্মরণ করে ইব্রাহিম বলেন, ‘আমি সেদিন রাতের শিফটে কাজ করছিলাম। ঘটনাটি ঘটে রাত ২:৩০ নাগাদ, আমি খবর পেয়েছি ভোর ৫:৩০ নাগাদ। আমি সঙ্গে সঙ্গে বাবাকে দেখতে ছুটে যাই। অপারেশনের পর আইসিউতে দিতেই আপনারা আমার খোঁজ করেন। আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাবাকে বলেছিলাম, আমি এখানেই আছি।’
ইব্রাহিম আরও বলেন, ‘বাবা আমাকে দেখেই বললেন, তুমি যদি কাল রাতে ওখানে থাকতে, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। তুমিই ওই লোকটিকে শায়েস্তা করে দিতে পারতে। আমার ওপর বাবার এই বিশ্বাস দেখে আমি কেঁদে ফেলি। সত্যি আমি ওখানে থাকলে এই অবস্থা হতে দিতাম না বাবার।’
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
সইফকে নিয়ে চিন্তা প্রকাশ করে ইব্রাহিম বলেন, ‘আমি যখন শুনেছিলাম বাবাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তখন সমস্ত খারাপ চিন্তা মাথায় ঘুরছিল, অভিজ্ঞতা ভীষণ ভয়ঙ্কর ছিল। অনেক সময় আমরা কাছের মানুষকে সময় দিতে ভুলে যাই, কিন্তু ওই দিনের পর থেকে আমি আরও বেশি সময় দিই আমার পরিবারকে।’