প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খান এবার দ্বারস্থ হলেন বোম্বে হাইকোর্টের। স্বামীর সম্পত্তির তিন চতুর্থাংশের দাবি জানিয়ে আদালতে যান তিনি, যা নিয়ে আপত্তি তুলেছিল শাশুড়ি আর ভাসুর। ২৪ জুন এই পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে তা হয়নি। ৫ অগস্ট ফের শুনানি হওয়ার কথা।কমলরুখ ধর্মে পারসি হওয়ায় ওয়াজিদকে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে করেন। আদালতকে দেওয়া পিটিশনে জানিয়েছেন, তাঁর, সাজিদ ও তাঁর সন্তানের ও মৃতের মায়ের সমান অধিকার আছে সম্পত্তিতে। কমলরুখ আরও জানিয়েছেন তিনি আর ওয়াজিদ ঠিক করেছিলেন তাঁদের ১৬ বছরের মেয়েকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাঠাবেন। স্বামীর নামে থাকা সম্পত্তির ভাগ চান তিনি। এর আগে ২০২১ সালে কমলরুখ ওয়াজিদ খান অভিযোগ এনেছিলেন, স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিতে চাইছেন ওয়াজিদের ভাই সাজিদ ও মা। যেখানে ওয়াজিদ ২০১২ সালে নিজের সমস্ত সম্পত্তি কমলরুখ, তাঁদের সন্তান ও নিজের মায়ের নামে করে গিয়েছেন। ২০২০ সালে ওয়াজিদ খানের মৃত্যুর পর সেই সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছেন সাজিদ খান ও তাঁর মা।১৯৯৮ সালে সলমান খানের 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির মিউজিক কম্পোজ করে নজর কেড়েছিল বলিউডের সাজিদ-ওয়াজিদ জুটি। এরপর সলমন খানের একাধিক ছবি—‘দাবাং’, ‘পার্টনার’, ‘ওয়েলকাম’-এ কাজ করতে দেখা গিয়েছিল তাঁদের।