সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন ভারতের ক্রিকট তারকা মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। বহুদিন ধরেই, ছাদ আলাদা হয়েছে দুজনের। এমনকী, স্বামী (এখনো অফিসিয়ালি ডিভোর্স হয়নি)র নামে নানা সময়ে নানা রকম অভিযোগ তুলেছেন তিনি। যার মধ্যে যেমন পরকীয়া রয়েছে, তেমনই রয়েছে শারীরিক হেনস্থাও। তবে শামির সঙ্গে সম্প্রতি দেখা হয়েছিল তাঁর মেয়ের। কিছুদিন আগেই বাবা-মেয়েকে দেখা গিয়েছিল কলকাতার এক শপিং মলে।
মেয়ে আইরা ওরফে বেবো-কে নিয়ে ফের একবার পোস্ট করলেন তিনি। স্পষ্টতই সে ইঙ্গিত নিজের পরিবারের দিকে। শামি হলেও অবাক হওয়ার থাকবে না। নিজের একটি ছবির সঙ্গে ব্যবহার করলেন নিজেরই গলার আওয়াজ। যেখান বার্তা স্পষ্ট- ‘যারা আমার আর আমার বাচ্চার ভালো চাইবে না, আমিও কখনো তাদের ভালো চাইব না। সে আমার জীবনের যেই হোক না কেন। আমার কিছু যায় আসে না। আমি ওদের কখনো ভালো চাইব না।’
আরও পড়ুন: গান গাইতে গাইতে মঞ্চে হঠাৎই পড়ে গেলেন দিলজিৎ, এটিকে কেন শুভ লক্ষণ বলছে ভক্তরা?
মিডিয়ার সামনে স্বামীর নামে বিষোদগার করতে ছাড়েন না হাসিন জাহান কখনোই। মাঝে যখন মহম্মদ শামি আর বেবো দেখা করেন। দীর্ঘ ৬ বছর পর মেয়ের সঙ্গে দেখা হয়েছিল সেই সময় শামির। ভিডিয়োতে ইমোশ্যানাল হতে দেখা গিয়েছিল পেস বোলারকে। সেই সময়, ইস্টবেঙ্গল দিবসে 'প্রাইড অফ বেঙ্গল' স্বীকৃতি পেয়েছেন শামি। সেই সূত্রেই কলকাতায় আসা, আর দেখা করা। সেই সময় মেয়ের পছন্দের রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেছেন শামি।
আরও পড়ুন: প্রথম সপ্তাহেই টিআরপিতে কামাল করল পরিণীতা! ফুলকি-জগদ্ধাত্রীকে কি হটিয়ে দিল টপার থেকে
যা নিয়ে বিস্ফোরক দাবি করে হাসিন পরে বলেন, তাঁর মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। আর নতুন পাসপোর্টের জন্য শামির সইয়ের প্রয়োজন ছিল। সেই কারণেই বেবো গিয়েছিল বাবার কাছে। কিন্তু শামি সই করেনি।
এখানেই শেষ নয়, হাসিন আরও মন্তব্য করেন, যে সংস্থার হয়ে শামি বিজ্ঞাপন করে, সেখানে নিয়ে গিয়ে বেবোকে কেনাকাটা করিয়ে দিয়েছিলেন। কারণ তাতে টাকা লাগে না। এমনকী বেবো একটি গিটার আর খেলনা ক্যামেরা কিনতে চাইলেও তা কিনে দেননি শামি।
আরও পড়ুন: ‘এই বাঙালির বাচ্চার মধ্যে…’! মঞ্চ থেকে সজোরে বললেন কুমার শানু, কী চ্যালেঞ্জ নিলেন
মেয়েকে নিয়ে শপিং মলে ঘুরেছে। যে সংস্থার হয়ে শামি বিজ্ঞাপন করে, সেখানে নিয়ে গিয়েছিল। মেয়েকে সেই দোকান থেকে জুতো, জামা কিনে দিয়েছে। ওখান থেকে কিছু নিলে শামির টাকা লাগে না। সেই কারণেই ওখানে নিয়ে গিয়েছিল। মেয়ে একটা গিটার আর খেলনা ক্যামেরা চেয়েছিল, সেটা কিনে দেয়নি।
২০১৪ সালে বিয়ের পর্ব সেরেছিলেন হাসিন আর শামি। এরপর ২০১৫ সালে জন্ম হয় তাঁদর প্রথম সন্তানের। কদিন আগেই হাসিনকে সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখা যায়, ১০ বছরের মেয়ের জন্য এখন থেকেই পাত্রী খুঁজছেন। সামাজিক মাধ্যমে এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিতেই, হাসিনের থেকে জবাব আসে, ‘আমার বিয়ে নিয়ে সকলে দুশ্চিন্তা করা বন্ধ করুন। আমার মেয়ের জন্য বরং সৎ চরিত্রের, মেরুদণ্ড সোজা রাখে এমন ব্যক্তির সন্ধান করুন। আর প্রার্থনা করবেন যাতে, আমার ভাগ্যে যেমন মেয়েবাজ স্বামী জুটেছে তেমনটা আমার সন্তানের সঙ্গে না ঘটুক। আমি তো আল্লাহ-র কাছে প্রার্থনা করি মেয়েবাজ স্বামী কোনও মেয়ের কপালে না জুটুক।’