
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মহম্মদ শামির এখন তাঁর জীবনে অতীত। তবে তারপরেও 'শামি'র অংশ হয়ে হাসিনের জীবনে রয়েছে তাঁঁদের মেয়ে আয়রা। যদিও মেয়ের নামের থেকে 'শামি' পদবী আগেই মুছেছেন হাসিন। আয়রা এখন মায়ের পদবী ‘জাহান’ ব্যবহার করে এবং মায়ের কাছেই তার বেড়ে ওঠা। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় নিত্যদিনই আলোচনায় থাকে হাসিন ও তাঁর মেয়ে।
সম্প্রতি মেয়েকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছেন হাসিন জাহান। সেই কাশ্মীর থেকেই মেয়ের সঙ্গে জুটি বেঁধে নানান ছবি আর রিল ভিডিয়ো পোস্ট করতে দেখা যাচ্ছে হাসিনকে। কখনও বরফের চাদরে ভেসে রিল ভিডিয়ো বানিয়েছেন, কখনও আবার কাশ্মীরি মেয়েদের মতো সেজেগুজে নানান গানে ভিডিয়ো পোস্ট করেছেন শামি বিচ্ছিন্না হাসিন।
ডাল লেকের ভাসমান শিকারা থেকে বলিউডের গানে নাচতে দেখা গিয়েছে আয়রা জাহানকে। আবার কখনও সবুজে ঘেরা কোনও মাঠে মেয়ের সঙ্গে নেচে রিল বানিয়েছেন হাসিন। কখনও আবার তাঁরা একাকী পারফর্ম করেছেন।
এদিকে হাসিন জাহান-এর এই পোস্ট ঘিরে বয়েছে ট্রোলিংয়ের বন্য। এক নেটিজেন হাসিনের উদ্দেশ্যে লিখেছেন, ‘মেয়েকেও তো নিজের মতোই বানিয়ে ফেলছেন!’ কারোর কটাক্ষ, ‘মেয়েরও বারোটা বাজিয়ে দিচ্ছেন!’ মহম্মদ শামির এক অনুরাগী লিখেছেন, ‘মাকে ভুলে যাও, বাবার কাছে ফিরে যাও বেটা’, কেউ আবার লিখেছেন, ‘এটা শামি ভাই-এর মেয়ে, ওকে খারাপ কথা কিছু বলবেন না।’ কারোর কটাক্ষ, ‘মেয়েকেও নিজের মতো বানাচ্ছে, শামি আপনাদের থেকে আলাদা হয়ে ঠিকই সিদ্ধান্ত নিয়েছে।’ কারোর মন্তব্য, ‘যতক্ষণ না মেয়েটা ওর মতো বিগরে যাচ্ছে ,ততক্ষণ হাসিনের শান্তি নেই।’
মন্তব্যগুলি পড়ে বেশ বোঝা যাচ্ছে, নেটপাড়ার অনেকেই হাসিন জাহানের উপর বেজায় বিরক্ত।
এদিকে কিছুদিন আগেই একটি ভিডিয়ো পোস্ট করে প্রাক্তন স্বামী শামিকে 'আদ্যোপান্ত দুশ্চরিত্র' বলে আক্রমণ করেছিলেন। হাসিনের অভিযোগ, তাঁর প্রাক্তন মহম্মদ শামি অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! আকার ইঙ্গিতে হাসিন বুঝিয়ে দেন তাঁদের সেপারেশনের জন্য দায়ী শামির স্বভাব। তিনি 'দুশ্চরিত্র!' ভিডিয়োর ক্যাপশানে হাসিন লেখেন, 'শামি আহমেদ দেখ এটাই তো আসল রূপ, তোর সত্যতা।'
যদিও তখনও নেটপাড়ার নাগরিকরা পাল্টা শামির পক্ষে দাঁড়িয়ে হাসিনকে আক্রমণ করেছিলেন। এক ব্যক্তি লেখেন, 'আপনি আবার কবে থেকে এত সতী হলেন? আপনি ভারতীয় ক্রিকেট দলের গর্বকে খাটো করার চেষ্টা করছেন যে সেটা সবাই বুঝতে পারছে।' কারোর মন্তব্য, 'আপনার প্রথম স্বামীও কি এক কাজ করেছিল? তাই তাকেও ছেড়েছিলেন? নাকি নিজের স্বভাব এটা?' কারোর কথায়, 'আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। সুস্থ হন। চিকিৎসক দেখান।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports