গোবিন্দার মেয়ে টিনা আহুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা গোবিন্দাকে নিয়ে মুখ খুললেন। তাঁকে বলতে শোনা যায়, কীভাবে ছোট থেকে বাবাকে কঠোর পরিশ্রম করতে দেখেছেন। এতই ব্যস্ত থাকতেন গোবিন্দা যে, সেভাবে পাশেই পাননি বাবাকে। তখন তাঁদের কাছে সবকিছুই ছিল মা।
গোবিন্দা সম্পর্কে যা বললেন টিনা
কথোপকথনের সময় টিনা বলেন, ‘খুব কম হয়েছে বাবা আমার স্কুলে এসেছে। স্কুলজীবনে বাবাকে পাইনি বললেই চলে। বাবা বেশিরভাগট সম হয় হায়দরাবাদে থাকতেন, না হয় সুইটজারল্যান্ড। আমাদের সবকিছুই তখন মায়ের সঙ্গে। বাবাকে বরং পাশে পেয়েছি অনেক পরে।’
টিনা আহুজা একসময় ম্যানেজার ছিলেন নিজের বাবার। অর্থাৎ গোবিন্দার ইভেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু সামলানো। গোবিন্দা-কন্যা বললেন, সেই সময় বরং বাবাকে বেশি পাশে পেয়েছেন। বুঝেছেন বাবা কেমন মনুষ। সেই বিষয়ে টিনাকে বলতে শোনা গেল, ‘বাবার সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। লোকেরা আমাকে অতিরিক্ত মনোযোগ এবং গুরুত্ব দিতে শুরু করেছিল ... আমার একটা কোম্পানি ছিল, আমরা তার সঙ্গে অনেক শো ও ইভেন্ট করেছি।’
আরও পড়ুন: বাংলাদেশে ‘হিন্দু-অত্যাচারে’ হয়েছেন সরব! তসলিমা লিখলেন, ‘পাকিস্তান এখন বন্ধু, ভারত শত্রু…’
টিনার বলি-কেরিয়ার
গোবিন্দার মেয়ে হওয়া সত্ত্বেও নিজেকে সমস্ত লাইমলাইট থেকে দূেই রাখেন টিনা। যা নিয়ে বললেন, ‘সত্যি বলতে আমি নিজেকে এসবের থেকে দূরেই রাখি। কারণ আমার মনে হয় যখন আপনি কোনো প্রোজেক্ট করছেন, তখনই সামনে আসুন। ইন্টারভিউ দিন। তখন স্পটলাইটে আসার মজাই আলাদা। নয়তো সারাক্ষণ জনগণের নজরে থাকার অর্থ হল, প্রাইভেসি নষ্ট।’
টিনা আহুজা ২০১৫ সালে গিপ্পি গ্রেওয়াল এবং ধর্মেন্দ্রর সঙ্গ সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: অমৃতা-সইফের ডিভোর্সের জন্য দায়ি করা হয় শর্মিলাকে, করিনাকেও একবার বোঝান মেয়ে আর পুত্রবধূর ফারাক
গোবিন্দ সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে উপস্থিত ছিলেনয। যেখানে দেখা যায়, পারিবারিক ঝামেলা মিটিয়ে নিয়েছেন বোনপো ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে। দুজনকে স্টেজে জড়িয়ে ধরতে দেখে একপ্রকার হাঁফ ছেড়ে বাঁচেন সবাই। গুলি লাগার পর হাসপাতালে ভর্তি গোবিন্দার খোঁজ নিতে গিয়ে ক্রুষ্ণাই এই পুনর্মিলনের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। গত অক্টোবরে বাড়িতে থাকা লাইসেন্স রিভলভার পরিষ্কার করতে গিয়ে নিজের পায়ে গুলি করে বসেন তিনি দুর্ঘটনাবশত।