আরও একটা বছর শেষ। চলতি বছরও দক্ষিণী ছবির চাপে খাবি খেল বলিউড। ২০২৪-এর সবচেয়ে বড় হিট পুষ্পা ২-এর হিন্দি ভার্সন। জমিয়ে ব্যবসা করেছে কাল্কি, গ্রেটেস্ট অফ অল টাইমের মতো দক্ষিণী ছবি। যদিও স্ত্রী ২, ভুলভুলাইয়া ৩-র মতো ছবি। নতুন বছরে একরাশ প্রত্যাশা নিয়ে বলিউডে পা রাখতে চলেছেন একঝাঁক তারকা। যাদের মধ্যেই অনেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন, কারণ তাঁদের সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু সুপারস্টারের নাম।
২০২৫-এ বলিউডে পা রাখবেন একঝাঁক তারকা-সন্তান।
আমন দেবগন
অভিনেতা অজয় দেবগনের ভাগ্নে, আমন দেবগন বলিউডে পা দিচ্ছেন আজাদ ছবির মাধ্যমে। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে ১৯ বছর বয়সী গোবিন্দের গল্প উঠে আসবে। ছবির প্রেক্ষাপট ১৯২০-এর দশকের। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই ছবিতে থাকছেন অজয় দেবগনও।
রাশা থাদানি
অভিনেত্রী রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিকে রুপোলি পর্দায় দেখা যাবে আমন দেবগনের সঙ্গে রোম্যান্স করতে। আজাদ ছবিতে আমানের বিপরীতে অভিনয় করেছেন রাশা। আরসি ১৬-তে রাম চরণের বিপরীতে অভিনয় করবেন রাশা, এমনটাও শোনা গিয়েছিল তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
ইব্রাহিম আলি খান
ইতিমধ্যেই পাপারাৎজিদের প্রিয় সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। বলিউডে সহকারী পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেছেন ইব্রাহিম। করণ জোহরের রকি অউর রানি কি প্রেমক কাহানি-তে অ্যাসিটান্ট ডিরেক্টর ছিলেন ইব্রাহিম। এবার অভিনয়ে অভিষেক হতে চলেছে তাঁর। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তিনি সরজমিন নামে একটি দেশাত্মবোধক চলচ্চিত্র দিয়ে বলিউডে প্রবেশ করছেন সারার ভাই। এতে কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। ইব্রাহিম ইতিমধ্যেই খুশি কাপুরের সঙ্গে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।
বীর পাহাড়িয়া
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়া রীতিমতো চর্চায় সারা আলি খানের সঙ্গে প্রেম নিয়ে। খবর, স্কাইফোর্স ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করছেন তিনি। অক্ষয় কুমার, নিমরত কৌর ও সারা আলি খান অভিনীত এই সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
অংশ দুগ্গল
চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই ২০২৩ সালে তাঁর প্রযোজনায় দুটি নতুন মুখ লঞ্চ করার ঘোষণা করেছিলেন এবং তাদের মধ্যে একজন হলেন আনশ দুগ্গাল। এর আগে ধ্বনি ভানুশালীর সঙ্গে নয়ন নের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল, 'নাখরেওয়ালির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার'।
প্রগতি শ্রীবাস্তব
'নাখরেওয়ালি'তে প্রধান নারী চরিত্রে অভিনয় করা প্রগতি শ্রীবাস্তবকে আনন্দ এল রাইয়ের ছবিতে অংশের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সোশ্যাল মিডিয়া সেনসেশন তিনি।
সোনম বাজওয়া
পাঞ্জাবি তারকা সোনম বাজওয়া এর আগে হিন্দি ছবিতে বিশেষ গানে অভিনয় করেছেন- স্ট্রিট ডান্সার থ্রিডি ছবির সিপ সিপ ২.০ এবং অ্যান অ্যাকশন হিরো-র নাহ গোরিয়ে। তবে আর আইটেম ডান্সার নয়, হাউসফুল ৫ এবং বাঘি ৪-এ অভিনয় করতে দেখা যাবে এই পাঞ্জাবি কুরি-কে।
হারনাজ সান্ধু
মিস ইউনিভার্স ২০২১, হারনাজ সান্ধু এর আগে দুটি পাঞ্জাবি ছবি করেছেন তবে এখন তিনি টাইগার শ্রফ অভিনীত বাঘি ৪ দিয়ে বলিউডে প্রবেশ করবেন। এর আনুষ্ঠানিক ঘোষণা নির্মাতারা সম্প্রতি করেছেন।
আহান পান্ডে
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, আহান পান্ডের বলিউড অভিষেক বেশ কিছুদিন ধরেই চর্চায়। মোহিত সুরি পরিচালিত একটি প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের তুতো ভাই আহান।
শানায়া কাপুর
শানায়া কাপুরের প্রথম প্রকল্প বেধড়ক ঘোষণার পরেও বন্ধ হয়ে যায়। তবে অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ের হাতে এখন পরপর দুটি প্রকল্প রয়েছে। তিনি মোহনলালের বৃষভা চলচ্চিত্রের মাধ্যমে প্যান-ইন্ডিয়ায় আত্মপ্রকাশ করবেন এবং অভিনেতা বিক্রান্ত ম্যাসির সাথে আঁখোন কি গুস্তাখিয়াঁ ছবির সঙ্গে বলিউড কেরিয়ার শুরু করবেন।
ঐশ্বরী ঠাকরে
শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের নাতি ঐশ্বরী ঠাকরে শিগগিরই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, তবে প্রকল্পটি এখনও ঘোষণা করা হয়নি। এর আগে সঞ্জয় লীলা বানসালির 'বাজিরাও মাস্তানি' ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
আমান ইন্দ্র কুমার
চলচ্চিত্র নির্মাতা ইন্দ্র কুমারের পুত্র, আমন ইন্দ্র কুমার কেরিয়ার শুরু করছেন মিলাপ জাভেদির হাত ধরে। আকাঙ্ক্ষা শর্মার বিপরীতে তেরা ইয়ার হুঁ ম্যায় ছবিতে দেখা মিলবে তাঁর। ছবির শুভ মহরতে শটে আমির খান এবং অজয় দেবগণের মতো তারকারা উপস্থিত ছিলেন।